ঈদ মানেই নাড়ির টানে বাড়ি ফেরা। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরছে মানুষ। এবারে ঈদযাত্রায় ঘর মুখো মানুষের চাপে গত ২ দিন ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট থাকায় ভোগান্তিতে পড়েছিলেন যাত্রীরা। তবে ঈদের একদিন আগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের তেমন চাপ নেই। অনেকটা ফাঁকা রাস্তায় আজকে কোনো ভোগান্তি ছাড়াই বাড়ি ফিরছেন মানুষজন।
বুধবার (১০ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস, এলেঙ্গা ও বঙ্গবন্ধু সেতু গোলচত্বর এলাকা ঘুরে যানবাহনের কোনো চাপ চোখে পড়েনি। এ ছাড়া মহাসড়কে উল্লেখযোগ্য যাত্রীও নেই। তবে বিচ্ছিন্নভাবে কিছু মানুষজন বাস না পেয়ে খোলা ট্রাক বা পিকআপে যাচ্ছে এখনো।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ওসি আলমগীর আশরাফ জানান, মহাসড়কে তেমন কোনো যানবাহন নেই। সবকিছু স্বাভাবিক গতিতেই চলাচল করছে।
এর আগে মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গন্ধু সেতুপূর্ব মহাসড়কের টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস হতে সেতু টোলপ্লাজা পর্যন্ত ২০ কিলোমিটার সড়কে এই যানজটের সৃষ্টি হয়েছে। এর আগে ভোরে সেতুর ওপর ২২ নম্বর পিলারের কাছে একটি ডাবল ডেকারের একটি বাস বিকল হয়ে যাওয়ার পর সেটি উদ্ধারে ৫ মিনিট টোল আদায় বন্ধ ছিল। এতে মহাসড়কে পরিবহনের চাপ আরও বেড়ে যায়।
সোমবার (৮ এপ্রিল) সেতুর ওপর বাস বিকল ও সেতুতে টোল আদায় বন্ধ থাকার কারণে তৈরি হয় যানজট। রাত যত গভীর হয়েছে যানজটের আকার তত বেড়েছে বলে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে। এ ছাড়া সেতুর ওপর পরিবহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে।
মন্তব্য করুন