নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ : ১৩ এপ্রিল ২০২৪, ০৩:১৩ পিএম
অনলাইন সংস্করণ

দর্শনার্থীর ভিড়ে মুখরিত ঘুঘুডাঙ্গা তালসড়ক

দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ঘুঘুডাঙ্গা তালসড়ক। ছবি : কালবেলা
দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত ঘুঘুডাঙ্গা তালসড়ক। ছবি : কালবেলা

ঈদুল ফিতরের টানা ছুটিতে দর্শনার্থীদের উপচেপড়া ভিড়ে মুখরিত হয়ে উঠেছে নওগাঁর নিয়ামতপুরের ঘুঘুডাঙ্গা তালসড়ক। তালসড়কের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে হাজার হাজার বিনোদনপ্রেমী ও দর্শনার্থীরা ভিড় করছেন সেখানে।

পরিবার-পরিজন নিয়ে তারা সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন। দেশের বিভিন্ন স্থান থেকে আসা পর্যটকদের ঈদ আনন্দের মাত্রাকে বাড়িয়ে তুলেছে ঘুঘুডাঙ্গার এ তালসড়ক।

ঈদের দ্বিতীয় দিন শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে ঘুঘুডাঙ্গা তালসড়কে আগত দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়ে উঠে তালসড়ক। সবাই ব্যস্ত নিজের হাতে থাকা মোবাইলে প্রিয়জনদের সঙ্গে নিয়ে তালসড়কের ছবি তুলে স্মৃতি হিসেবে জমা রাখতে। ঈদে পরিবার নিয়ে খোলা জায়গায় প্রাকৃতিক পরিবেশে ঘুরাঘুরির জন্য এর চেয়ে সুন্দর জায়গা আর নেই, এমনটাই বলেছে তালসড়কে ঘুরতে আসা দর্শনার্থীরা।

জানা গেছে, ১৯৮৩ সালে নিয়ামতপুর উপজেলার হাজিনগর মজুমদার মোড় থেকে ঘুঘুডাঙ্গা গ্রাম পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তার দুই ধারে প্রায় ৭০০টি তাল বীজ রোপণ করা হয়। কালের বিবর্তনে বেশ কিছু তালগাছ বিভিন্নভাবে মারা গেলেও এখনও প্রায় ৬০০টি তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। সেই তালগাছগুলো ৫০- ৬০ ফিট লম্বা হয়ে কালের সাক্ষী হয়ে রাস্তার শোভাবর্ধন করে আসছে। অনেক পর্যটক ও বৃক্ষপ্রেমীরা দেখতে আসেন ঘুঘুডাঙ্গা তালসড়ক।

তালসড়কে ঘুরতে আসা মুনমুন আক্তার বলেন, অনেকদিন থেকে ভাবছি সময় পেলে একবার তালসড়কে ঘুরতে আসব। ঘুঘুডাঙ্গা তালসড়কের অনেক ছবি ও ভিডিও দেখেছি। কিন্তু একবারও আসা হয়নি। এবার ঈদের টানা ছুটি পাওয়ায় ঘুরতে আসছি। এখানে এসে অনেক ভালো লাগছে।

দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া তিথী আক্তার বলেন, বাবা-মায়ের সঙ্গে ঘুরতে এসেছি। এখানে এসে অনেক মজা করলাম। আমি ঘোড়ার পিঠে উঠেছিলাম। মা তখন মোবাইলে আমার ছবি তুলছিলেন।

আরেক দর্শনার্থী আরিফুল ইসলাম বলেন, মোবাইলে অনেকবার দেখেছি তালসড়ক। এবার বন্ধুদের সঙ্গে ঘুরতে আসলাম তালসড়কে। সারি সারি তালগাছ, দোকানপাট, রাস্তার দুধারে বসার স্থান সবমিলিয়ে জায়গাটা আমার অনেক ভালো লেগেছে।

স্থানীয় বাসিন্দা নাজমুল হক বলেন, প্রতিদিন বৃক্ষপ্রেমীরা তালসড়কে ঘুরতে আসে। তবে ঈদকে কেন্দ্র করে সপ্তাহব্যাপী সকাল ও বিকেলে দর্শনার্থীদের ভিড় থাকে অনেক। এ তালসড়কের জন্য আমাদের ঘুঘুডাঙ্গা গ্রাম দেশের মানুষের কাছে পরিচিত পেয়েছে।

নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম কালবেলাকে বলেন, ঈদে সপ্তাহব্যাপী সকাল ও বিকেলে ঘুঘুডাঙ্গা তালসড়কে বৃক্ষপ্রেমীদের আনাগোনা থাকে প্রচুর। বৃক্ষপ্রেমীরা যেন নির্বিঘ্নে ঘুরতে পারে সে জন্য তাদের নিরাপত্তার জন্য থানা পুলিশের একটি দল কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রভিত্তিক আইআরআই’র প্রতিনিধি দলের সঙ্গে বিএনপির বৈঠক

পাকিস্তানের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি অনুমোদন

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসির রোডম্যাপ এ সপ্তাহে আর ঘোষণা হচ্ছে না

ভরা মৌসুমেও ইলিশ নেই, হতাশ জেলেরা

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন তামিম

পেছনের পকেটে মানিব্যাগ রাখেন? অজান্তেই ডেকে আনছেন যে অসুখ

দিনাজপুরে পরিবেশবান্ধব উদ্ভাবন নিয়ে কর্মশালা

মাকে ক্ষুদে বার্তা পাঠিয়ে ধরা পড়লেন চীনা গুপ্তচর

নদীসংলগ্ন নিম্নাঞ্চল প্লাবিত ও ৬ বিভাগে ভারী বৃষ্টির শঙ্কা

১০

সাদাপাথর লুট, এবার তদন্তে মন্ত্রীপরিষদ বিভাগ

১১

মালয়েশিয়া যাচ্ছেন নাহিদ ইসলাম

১২

ছাত্র হত্যা মামলার আসামি ইউএনও রাহুল চন্দ ওএসডি 

১৩

ইবনে সিনায় চাকরি, বেতন ছাড়া পাবেন আরও বিভিন্ন সুবিধা

১৪

চট্টগ্রামের চকবাজারে ট্রান্সকম ডিজিটালের নতুন শোরুম উদ্বোধন

১৫

পুরুষদের নয়, পিতৃতন্ত্রকে অপছন্দ করি : বাঁধন

১৬

অনুভূতিহীন তথাকথিত কবি-শিল্পীরা ১৫ আগস্ট শোক জানিয়েছে : রিজভী

১৭

সুখবর পেলেন নারীঘটিত কেলেঙ্কারিতে ফেঁসে যাওয়া ক্রিকেটার

১৮

অডিশনের সময়ে বিদ্যা আমাকে গালাগাল করেছিল : বিধু বিনোদ 

১৯

দ্বিতীয় আন্তর্জাতিক ফাইবার ও পলিমার সম্মেলন ২৬ ও ২৭ আগস্ট

২০
X