লক্ষ্মীপুর সদরে পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের এলোপাতাড়ি দায়ের কোপে জোছনা আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এ সময় কুপিয়ে গুরুতর আহত করা হয় স্বামী আলাউদ্দিনকে।
রোববার (১৪ এপ্রিল) রাত আড়াইটার দিকে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মেঘনা বাজার এলাকার এ ঘটনা ঘটে।
আলাউদ্দিন ও জোছনা আক্তার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মেঘনা বাজার এলাকার বাসিন্দা। আলাউদ্দিন পেশায় সাউন্ড সিস্টেম ব্যবসায়ী।
আহত আলাউদ্দিনের মামা নুরুল হক বলেন, রমজান মাসে আলাউদ্দিনের বসতঘরের পাশের একটি পুকুরে ড্রেজিংয়ের মাধ্যমে মাটি উত্তোলন করে নিয়ে যায় সিরাজ। এরপর গত সপ্তাহে ওই পুকুরে আবারও পানি সেচের জন্য পাম্প বসায় সিরাজ। এতে বাড়িঘর পুকুরে ভেঙে যাওয়ার আশঙ্কায় বাধা দিলে আলাউদ্দিনের সঙ্গে সিরাজের কথাকাটাকাটি ও হাতাহাতি হয়। এতে ক্ষিপ্ত হয় সিরাজ।
তিনি বলেন, ঈদ উপলক্ষে ঢাকা থেকে বাড়ি আসেন সিরাজের ভাই পারভেজ ও নিজাম। ওই বিরোধের জেরে রাত ২টার দিকে আলাউদ্দিনের বসতঘরে হামলা চালায় সিরাজ, মাহফুজ ও নিজামসহ ১৫ জনের একটি সংঘবদ্ধ দল। তারা দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আলাউদ্দিন ও জোছনাকে গুরুতর আহত করে।
নুরুল হক আরও বলেন, স্থানীয়রা আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জোছনাকে মৃত ঘোষণা করেন। আলাউদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনার পর সিরাজ ও মাহফুজসহ অন্যরা পালিয়ে থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক একে আজাদ বলেন, হাসপাতালে আনার আগেই জোছনা আক্তারের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় স্বামী আলাউদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন