চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রোববার (১৪ এপ্রিল) রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নের সিন্টাজুরি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক দুলাল মিয়া (৪০) উপজেলার রামপুরা গ্রামের বাসিন্দা।
জানা গেছে, দুলাল মিয়া প্রতিদিনের মতো রোববার সকালে ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। এরপর আর বাড়িতে ফিরে আসেনি। পরে সিন্টাজুরি এলাকায় সোমবার সকালে তার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশের ধারণা, দুলালকে গলাকেটে হত্যা করে ইজিবাইক নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
গোবিন্দগঞ্জ থানার ওসি শামসুল আলম শাহ্ জানান, স্থানীয়দের খবরের প্রেক্ষিতে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়। লাশ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধারসহ দুর্বৃত্তদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।
মন্তব্য করুন