চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজার এলাকায় এয়াকুবনগর বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৫ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুর রাজ্জাক কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, আগুনে বস্তির বেশ কয়েকটি ঘর পুড়ে গেছে। তবে এসব বাড়ির বাসিন্দারা এখনো ঈদ শেষে বাড়ি থেকে ফেরেননি। আর যারা আছেন তারা চোখের সামনেই নিজের বসতি পুড়তে দেখেছে। এ সময় সব হারিয়ে বিলাপ করতে দেখা যায় বাসিন্দাদের।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বলেন, আগুনে এখনো পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা পর আগুন নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলে জানান তিনি।
মন্তব্য করুন