

ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫ জনের শোক কাটতে না কাটতেই আবারও সড়ক দুর্ঘটনা ঘটেছে। এবার মাইক্রোবাস-মাহিন্দ্রার সংঘর্ষে দুজন নিহত ও আহত হয়েছেন আরও ৬ জন।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে ফরিদপুর-সালথা আঞ্চলিক সড়কের সমেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের ঘোড়াদহ গ্রামের ইমদাদ হুসাইন (৪৮) এবং সালথা উপজেলা সদরের সিদ্দিক মাতুব্বর (৫২)।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর থেকে সালথাগামী মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ফরিদপুরগামী একটি মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষ হয়। মাহিন্দ্রাতে চালক ও আটজন যাত্রী ছিল। ঘটনাস্থলেই মাহিন্দ্রাচালক সিদ্দিক মাতুব্বর মারা যান। আহতদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় ইমদাদ হুসাইন মারা যান। বাকি আহত ছয় যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন।
ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশের ওসি মোহাম্মদ হাসানুজ্জামান কালবেলাকে বলেন, গতকাল দুর্ঘটনা ঘটেছে মাইক্রোবাস ও মাহিন্দ্রা উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতদের মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল জেলার ঢাকা-খুলনা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় শিশু ও নারীসহ ১৫ জন নিহত হন।
মন্তব্য করুন