সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র তাপদাহে বৃষ্টির জন্য নামাজ ও প্রার্থনা

সরিষাবাড়ীতে বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা
সরিষাবাড়ীতে বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা

চলমান মৌসুমে প্রচণ্ড তাপদাহের সঙ্গে কড়া রোদ আর অসহ্যনীয় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সেই সঙ্গে এক পলশা বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ফলজ ও ফসলি মাঠের বোরো ধানসহ বিভিন্ন প্রকার শাকসবজি। তীব্র গরম থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জামালপুরে সরিষাবাড়ীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে খোলা আকাশের নিচে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হয়ে ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন আরামনগর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা হাসানুজ্জামান বিন আব্দুল কালাম আজাদ।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। এ মোনাজাত করেন আরামনগর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা হাসানুজ্জামান বিন আব্দুল কালাম আজাদ।

এসময় নামাজ ও মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা আল্লাহর কাছে নিজেদের জানা-অজানা ভুলের ক্ষমা চেয়ে অঝোরে কাঁদেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন।

আব্দুল মজিদ নামে এক মুসল্লি বলেন, আমার বয়স প্রায় ৬২ বছর। জীবনে আমি এমন গরম দেখিনি। এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজে ও মোনাজাতে অংশ নিয়েছি। মহান আল্লাহ পাক যেন তার রহমতের বৃষ্টির দিয়ে পরিবেশটা ঠান্ডা করে দেন।

এ ছাড়াও নামাজে আসা শফিক মিয়া নামে একজন বলেন, তীব্র খরতাপে বয়স্করাই অতিষ্ঠ সেখানে শিশুরা কত কষ্টে আছে একটু ভাবুন। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্য আল্লাহর রহমতের বৃষ্টির আশায় সমবেত হয়ে নামাজ আদায় করলাম। চোখের অশ্রু ঝরালাম যদি তিনি একটু বৃষ্টি দিয়ে একটু পরিবেশটা শীতল করেন।

নামাজ ও মোনাজাত পরিচালনাকারী মাওলানা বলেন, হাসানুজ্জামান বিন আব্দুল কালাম আজাদ বলেন, মানুষের মাঝে ব্যাভিচার, লোভ-লালসা, বেড়ে গেছে। মানুষ এখন সকল ধরনের পাপ কাজে লিপ্ত হচ্ছে। এই জন্য আল্লাহর গজব নাজিল হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আল্লাহ তায়ালা কাছে ক্ষমা চাওয়ার আর বিকল্প নেই। তাই পাপ মুক্তির জন্য এই নামাজ ও বিশেষ মোনাজাত এ অংশ নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অনলাইন ডেলিভারী ম্যান সেজে পাচার করত গাঁজা

উপজেলা নির্বাচন / শোকজের জবাব না দেওয়ায় দুই নেতাকে বহিষ্কার করলো বিএনপি

দুর্ঘটনার সাড়ে ৩১ ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রুটে ট্রেন চলাচল শুরু

ঈদের আগে পেঁয়াজের মূল্য ৫০ টাকায় নামবে : ভোক্তার  ডিজি

এনএসআই পরিচয়ে প্রেমের সম্পর্ক, লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

কর অব্যাহতির মেয়াদ বৃদ্ধির আহ্বান তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী

যমুনা ইলেকট্রনিকসের ১৩ শোরুম উদ্বোধন করলেন বুবলী  

বাকৃবিতে আপত্তিকর অবস্থায় ধরা পড়েছে ছাত্রী-শিক্ষক

পর্যটক এক্সপ্রেস / দেরিতে ট্রেন ছাড়ায় ভোগান্তিতে যাত্রীরা

অ্যাফিলিয়েট সদস্যদের জন্য কাজ করতে চাই তাদের একজন হয়ে : লুৎফি হায়দার চৌধুরী

১০

গাজীপুরে ছুরিকাঘাতে প্রাণ গেল কলেজ ছাত্রের

১১

সকাল ৯টার মধ্যে ৮০ কিমি বেগে ঝড়ের আভাস

১২

‘চ্যালেঞ্জের মধ্যেই বাংলাদেশে বাস্তব অগ্রগতি দেখতে পাচ্ছি’

১৩

মণিপুরী শাড়িসহ ৭টি পণ্য জিআই স্বীকৃতির অপেক্ষায়

১৪

উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির দুই নেতাকে বহিষ্কার

১৫

পতেঙ্গা বে টার্মিনালে ১ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে আরব আমিরাত

১৬

চবির হলে ছাত্রীর বিরুদ্ধে মাদকসেবনের অভিযোগ

১৭

মাদ্রাসার দুই ছাত্র বলাৎকার, অভিযুক্ত শিক্ষক আটক

১৮

বুয়েট ইস্যু / জবির মসজিদে হিজবুত তাহরীরের পোস্টার

১৯

আগামী দুই মাসের মধ্যে ভাঙ্গা-খুলনা-যশোর পর্যন্ত ট্রেন চালু হবে : রেলমন্ত্রী

২০
*/ ?>
X