সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ০৪:০৬ পিএম
অনলাইন সংস্করণ

তীব্র তাপদাহে বৃষ্টির জন্য নামাজ ও প্রার্থনা

সরিষাবাড়ীতে বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা
সরিষাবাড়ীতে বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে ইসতিসকার নামাজ আদায়। ছবি : কালবেলা

চলমান মৌসুমে প্রচণ্ড তাপদাহের সঙ্গে কড়া রোদ আর অসহ্যনীয় গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। সেই সঙ্গে এক পলশা বৃষ্টির অভাবে নষ্ট হয়ে যাচ্ছে ফলজ ও ফসলি মাঠের বোরো ধানসহ বিভিন্ন প্রকার শাকসবজি। তীব্র গরম থেকে পরিত্রাণের জন্য মহান আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জামালপুরে সরিষাবাড়ীতে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বায়তুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে খোলা আকাশের নিচে শত শত ধর্মপ্রাণ মুসল্লিরা সমবেত হয়ে ইসতিসকার নামাজ আদায় করেন। নামাজের ইমামতি করেন আরামনগর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা হাসানুজ্জামান বিন আব্দুল কালাম আজাদ।

নামাজ শেষে অনাবৃষ্টি ও প্রচণ্ড খরা থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করা হয়। এ মোনাজাত করেন আরামনগর বায়তুল ফালাহ জামে মসজিদের খতিব ও পেশ ইমাম মাওলানা হাসানুজ্জামান বিন আব্দুল কালাম আজাদ।

এসময় নামাজ ও মোনাজাতে অংশ নেওয়া মুসল্লিরা আল্লাহর কাছে নিজেদের জানা-অজানা ভুলের ক্ষমা চেয়ে অঝোরে কাঁদেন এবং তওবা ও ক্ষমা প্রার্থনা করেন। আব্দুল মজিদ নামে এক মুসল্লি বলেন, আমার বয়স প্রায় ৬২ বছর। জীবনে আমি এমন গরম দেখিনি। এই তীব্র গরম থেকে বাঁচতে আজ বিশেষ নামাজে ও মোনাজাতে অংশ নিয়েছি। মহান আল্লাহ পাক যেন তার রহমতের বৃষ্টির দিয়ে পরিবেশটা ঠান্ডা করে দেন।

এ ছাড়াও নামাজে আসা শফিক মিয়া নামে একজন বলেন, তীব্র খরতাপে বয়স্করাই অতিষ্ঠ সেখানে শিশুরা কত কষ্টে আছে একটু ভাবুন। গরমের তীব্রতায় ঘরে-বাইরে কোথাও শান্তি নেই। সেজন্য আল্লাহর রহমতের বৃষ্টির আশায় সমবেত হয়ে নামাজ আদায় করলাম। চোখের অশ্রু ঝরালাম যদি তিনি একটু বৃষ্টি দিয়ে একটু পরিবেশটা শীতল করেন।

নামাজ ও মোনাজাত পরিচালনাকারী মাওলানা বলেন, হাসানুজ্জামান বিন আব্দুল কালাম আজাদ বলেন, মানুষের মাঝে ব্যাভিচার, লোভ-লালসা, বেড়ে গেছে। মানুষ এখন সকল ধরনের পাপ কাজে লিপ্ত হচ্ছে। এই জন্য আল্লাহর গজব নাজিল হয়েছে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আল্লাহ তায়ালা কাছে ক্ষমা চাওয়ার আর বিকল্প নেই। তাই পাপ মুক্তির জন্য এই নামাজ ও বিশেষ মোনাজাত এ অংশ নিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্ত্রীর সঙ্গে শেষ কী কথা বলেছিলেন স্বেচ্ছাসেবক দল নেতা মুসাব্বির

বিশ্বকাপের আগে ভারতের উদ্দেশে শাহীন আফ্রিদির কঠোর বার্তা

বিদেশ থেকে ‘সশরীরে’ আদালতে হাজির হওয়ার অভিনব কাণ্ড

ভালোবাসা চাইলেন মিমি চক্রবর্তী

এলপি গ্যাস আমদানিতে ভ্যাট কমাল সরকার

চীনা নাগরিকের হাত ধরে ঢাকায় অবৈধ আইফোন কারখানা

নির্বাচনের জন্য মাত্র তিন দিনে যত টাকা পেলেন ব্যারিস্টার ফুয়াদ

এবার ট্রাম্প ও নেতানিয়াহুকে হুঁশিয়ারি দিলেন ইরানের সেনাপ্রধান

ছেলের কাণ্ডে মায়ের অঝোরে কান্নার ভিডিও ভাইরাল

‘মেড ইন ইউএসএ’ লেখা অস্ত্রসহ চিহ্নিত সন্ত্রাসী আটক 

১০

চুয়াডাঙ্গায় ভুট্টা ক্ষেতে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ 

১১

দ্বিতীয় দিনের মতো কমলো স্বর্ণের দাম

১২

ক্যারিয়ারের যে সময়টাতে সবকিছু শেষ করে দিতে চেয়েছিলেন মেসি

১৩

নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষক কার্ড ইস্যুতে যে তথ্য জানাল ইসি

১৪

ভারতের ওপর ৫০০ শতাংশ শুল্কের বিলে ট্রাম্পের সম্মতি, কারণ কী

১৫

বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও নির্বাচনে প্রভাব ফেলবে না : সালাহউদ্দিন

১৬

১৪ বছরের কিশোরীর অবিশ্বাস্য বিশ্বরেকর্ড

১৭

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপ / ‘প্রয়োজনে জীবন দেব, তবু আমেরিকার কলোনি হবো না’

১৮

স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

১৯

লাশ পোড়ানো ও মিছিলে নেতৃত্বদানকারী সেই যুবক গ্রেপ্তার

২০
X