শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০২ মে ২০২৪, ০৯:৫১ এএম
আপডেট : ০২ মে ২০২৪, ০১:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে একই পরিবারের চারজনসহ নিহত ৫

ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার। : কালবেলা
ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুমড়েমুচড়ে যাওয়া প্রাইভেটকার। : কালবেলা

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ পাঁচজন নিহত হয়েছেন।

বুধবার (১ মে) রাত ২টার দিকে উপজেলার হরিতলা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর গলাচিপার বোয়ালীয়া গ্রামের মো. জামাল মিয়া, তার স্ত্রী কামরুন নাহার, ছেলে অন্তর, জামালের ছোট ভাই মো. এনামুল। অন্যজন হলেন প্রাইভেটকারচালক বরিশালের বাকেরগঞ্জের বড়পাশা গ্রামের বাসিন্দা হারুন ব্যাপারী।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল আলম কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, নিহত পাঁচ যাত্রীদের মধ্যে চারজন একই পরিবারের। তারা বরিশালের বাসিন্দা হলেও সাভারের হেমায়েতপুরে থাকেন। তারা সিলেটের হযরত শাহজালালের মাজার জিয়ারত শেষে ঢাকা ফেরার সময় মাধবপুরে দুর্ঘটনার কবলে পড়েন। মাধবপুর ও শায়েস্তাগঞ্জের ফায়ার সার্ভিস উদ্ধার কাজ অংশ নেয়।

ওসি বদরুল আলম বলেন, রাত ২টার দিকে সিলেট থেকে মাজার জিয়ারত শেষে স্বামী-স্ত্রীসহ ৫ জন ঢাকার সাভারে ফেরার পথে সিলেটগামী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৫ জন নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

তিনি বলেন, প্রাইভেটকার থেকে এক নারীসহ পাঁচজনের মরদেহ উদ্বার করা হয়েছে। তাদের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহগুলো হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে রাখা আছে। স্বজনদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে। দুর্ঘটনার কবলে পড়া গাড়ি দুটি জব্দ করা হয়েছে।

মাধবপুর থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম বলেন, সিলেট মাজার জিয়ারত শেষে ঢাকা ফেরার সময় এক ব্যক্তি ও অন্যদের নিয়ে প্রাইভেটকারটি রাতে সিলেট থেকে ছেড়ে আসে। রাত ২টায় দিকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে যায়।

এর আগে হবিগঞ্জের বাহুবলে মঙ্গলবার (৩০ এপ্রিল) সকালে পিকআপ ভ্যান ও সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছিলেন। শায়েস্তাগঞ্জ উপজেলার সুতাং বাজার থেকে মাছ নিয়ে সিলেটে যাচ্ছিল পিকআপটি।

উপজেলার তগলী এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিমেন্টবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই পিকআপচালক ও সহকারী নিহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১০

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১১

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১২

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

১৩

পুরোনো রাজনীতি পরিহার করে নতুন রাজনীতি করতে চাই : মঞ্জু

১৪

খালেদা জিয়ার জনপ্রিয়তা দেখার জন্য শেখ হাসিনা বেঁচে আছেন : স্বপন

১৫

ভুয়া ফটোকার্ড ও অপপ্রচারের অভিযোগে জিডি করলেন ছাত্রদলের আবিদ-মায়েদ

১৬

তারেক রহমান বাংলাদেশের ভোটার কি না এ প্রশ্ন অবান্তর : অ্যাটর্নি জেনারেল

১৭

দেশের ক্রান্তিলগ্নে খালেদা জিয়াকে খুবই প্রয়োজন : লুৎফুজ্জামান বাবর

১৮

খালেদা জিয়া কোটি মানুষের হৃদয়ের স্পন্দন : মান্নান

১৯

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে কিছু দল : আমিনুল হক

২০
X