কালবেলায় সংবাদ প্রকাশের পর নওগাঁর নিয়ামতপুরের গাহইল খাল পুনর্খননের কাজ পরিদর্শন করেছেন জেলা নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার (২ মে) বিকালে নিয়ামতপুরে খাল পরিদর্শনে যান তিনি।
জেলা নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ কালবেলাকে বলেন, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। তাই গাহইল খাল পুনর্খননের কাজ পরিদর্শনে এসেছি। টেকসই ক্ষুদ্রাকার উন্নয়ন প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে খালটির পুনর্খননের কাজ চলমান। ইতোমধ্যে সিংহভাগ কাজ শেষ হয়েছে। পরিদর্শনকালে চলমান কাজটি আরও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য পরামর্শ দেওয়া হয়েছে।
তিনি বলেন, খাল পুনর্খনন কাজের চিহ্নিত কিছু ত্রুটি সমাধানের ব্যাপারে কথা হয়েছে। নির্দিষ্ট কাঠামো অনুযায়ী কাজ বাস্তবায়ন নিশ্চিত করতে বলেছি। সঠিকভাবে কাজ বাস্তবায়ন হলে পুনরায় পরিদর্শন শেষে বিল প্রদানের ব্যাপারে নির্দেশ দিব। গাহইল খালের পুনর্খননে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে বলেছি।
নিয়ামতপুর উপজেলা প্রকৌশলী জাহিদুল ইসলাম বলেন, টেকসই ক্ষুদ্রাকার পানিসম্পদ উন্নয়ন প্রকল্পের অধীনে খাল পুনর্খনন যেন নিয়ম মোতাবেক দ্রুত কাজ বাস্তবায়ন করা হয় এ ব্যাপারে নির্দেশনা প্রদান করেছেন জেলা নির্বাহী প্রকৌশলী।
তিনি বলেন, এ ছাড়া খালের পাড়ে বন বিভাগের গাছ থাকায় তাদের সঙ্গে আলোচনা করে হেলে যাওয়া বা নষ্ট হওয়া গাছগুলোর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান বজলুর রহমান নঈম, নিয়ামতপুর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জনি আহমেদ প্রমুখ।
এর আগে কালবেলার অনলাইন সংস্করণে ‘খাল পুনর্খনন কাজে অনিয়মের অভিযোগ’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়। সংবাদ প্রকাশের পর জেলা নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ নিয়ামতপুর গাহাইল খালের পুনর্খনন কাজ পরিদর্শন করেন।
মন্তব্য করুন