সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০৫:২৪ এএম
অনলাইন সংস্করণ

ম্যানচেস্টার ইউনাইটেডের বাছাইয়ে সিরাজগঞ্জের অয়ন

সাদমান সাজিদ অয়ন। ছবি : সংগৃহীত
সাদমান সাজিদ অয়ন। ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে পা রাখতে যাচ্ছেন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কিশোর সাদমান সাজিদ অয়ন। সদ্য মাধ্যমিক পরীক্ষা দেওয়া মাত্র ১৬ বছর বয়সী এই কিশোর ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বাছাইয়ে বাংলাদেশের মধ্যে প্রথম হয়েছেন।

গত বৃহস্পতিবার (২ মে) ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের হেড অব কোচিং মাইকেল নিরি সাদমান সাজিদ অয়নসহ তিনজন প্রতিভাবান ফুটবলারকে বেছে নেন। অন্য দুজন হলেন, জয়পুরহাটের পাপন রায় ও গাইবান্ধার রাহাত শেখ।

সাদমান সাজিদ অয়ন কামারখন্দ উপাজেলার কামারখন্দ গ্রামের সাবেক জেলা পরিষদ সদস্য কামরুল হাসান আমিনুল ও জামতৈল ধোপাকান্দি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পারভীনের ছেলে।

জানা যায়, সম্প্রতি ধানমন্ডি শেখ জামাল ফুটবল ক্লাবের মাঠে সারা বাংলাদেশের বিভিন্ন ক্লাবের সাড়ে ৫শ জন ক্ষুদে ফুটবলার ট্রায়াল হয়। এদের মধ্য থেকে এই তিনজনকে বাছাই করা হয়। তারা ভারতের ব্যাঙ্গালুরুতে দীর্ঘমেয়াদী অনুশীলন ক্যাম্পে থাকার সুযোগ পেয়েছেন। সঙ্গে থাকবে ভারত, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড ও নেপাল থেকে নির্বাচিত হওয়া প্রতিভাবান ফুটবলাররা। ক্যাম্প শেষে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে যাবে সেরা ফুটবলাররা। সুযোগ থাকবে ব্রুনো ফার্নান্দেজ, কাসেমিরো ও মার্কাস রাশফোর্ডদের সাক্ষাতের। একাডেমির খেলোয়াড়দের সঙ্গে করবে অনুশীলন। পাশাপাশি ওল্ড ট্রাফোর্ডে বসে ম্যাচও উপভোগ করা যাবে।

অয়ন বলেন, এটা আমার অনেক বড় একটা প্রাপ্তি। বল পাসিং, গ্রিপিং ও ভালো সেভ করার জন্য হয়তো তাদের পছন্দ হয়েছে। ছোটবেলা থেকেই গোলকিপার হিসেবে ফুটবল খেলি। স্থানীয় ধোপাকান্দি ইয়ংস্টার ক্লাবে প্র্যাকটিস করেছি। ২০২৩ সালে বঙ্গবন্ধু গোল্ডকাপ অনুর্ধ্ব-১৭ টুর্নামেন্টে জেলা পর্যায়ে ম্যান অব দ্য টুর্নামেন্ট পুরস্কার লাভ করেছি। পরে বিভাগীয় পর্যায়েও আমাদের দল সেমিফাইনাল পর্যন্ত যায়। ২০২২ সালে টঙ্গী খেলাঘর ক্রীড়াচক্রের হয়ে পাইওনিয়র টুর্নামেন্টে এবং একই বছর ফোরটিক্স ফুটবল ক্লাব ঢাকার হয়েও খেলেছি।

তিনি আরও বলেন, ২০২৪ সালের এপ্রিল মাসে শেখ জামাল ক্রীড়া একাডেমিতে ভর্তি হই। এরপরই ম্যানচেস্টার ইউনাইটেডের হেড-অব কোচ মাইকেল নিরি ধানমন্ডি শেখ জামাল ফুটবল মাঠে ট্রায়ালের মাধ্যমে সাড়ে ৫শ জন ফুটবলারের মধ্যে থেকে বাছাই করে। চুড়ান্ত বাছাইয়ে আমিসহ তিনজন উত্তীর্ণ হই। আমি যেহেতু গোলকিপার সেহেতু আর্জেন্টাইন গোলকিপার এমি মার্টিনেজের মতো হতে চাই এবং দেশের জন্য কিছু করতে চাই।

অয়নের বাবা কামরুল হাসান বলেন, আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। আমাদের ছেলে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে সুযোগ পেয়েছে। ব্যাঙ্গালুরু ক্যাম্পে যেন ভালো পারফরম্যান্স করে ম্যানচেস্টার ইউনাইটেডে যাওয়ার সুযোগ পায় এ জন্য সকলের দোয়া কামনা করছি।

কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা সুলতানা বলেন, সারাদেশ থেকে তিনজন আন্তর্জাতিক অঙ্গনে খেলার সুযোগ পাচ্ছে। তার মধ্যে একজন কামারখন্দের কিশোর সাদমান সাজিদ। এটা গর্বের বিষয়। রোববার স্থানীয় ফুবটল ক্লাব ও এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ওলামা-মাশায়েখদের ত্যাগ-কোরবানি স্বর্ণাক্ষরে লেখা থাকবে’

যুদ্ধবিরতিতে গাজার ঘরে ঘরে আনন্দ, রাস্তায় মিছিল

সচেতন হলে ব্রেস্ট ক্যানসার প্রতিরোধ সম্ভব : চসিক মেয়র

২০ মাসে মামলার রায়, স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

১০

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

১১

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

১২

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

১৩

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১৪

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১৫

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১৬

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৭

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৮

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৯

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

২০
X