সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ১২ মে ২০২৪, ০৭:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

টানা তিনবার যশোর বোর্ডে পাসের হারে শীর্ষে সাতক্ষীরা

সাতক্ষীরা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
সাতক্ষীরা জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

চলতি বছর এসএসসি পরীক্ষায় সারা দেশের মধ্যে ৯২ দশমিক ৩২ ভাগ পাসের হার নিয়ে শীর্ষে রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর। আর যশোর বোর্ডে সবচেয়ে ভালো ফল সাতক্ষীরা জেলায়। এ নিয়ে টানা তিনবার যশোর বোর্ডের শীর্ষস্থান ধরে রাখল সাতক্ষীরা জেলা।

এ বছর সাতক্ষীরায় পাসের হার ৯৬ দশমিক ১২। অন্যদিকে, ৮৪ দশমিক ৯৬ শতাংশ নিয়ে পাসের হারের তলানিতে রয়েছে মেহেরপুর জেলা।

রোববার (১২ মে) এসব তথ্য নিশ্চিত করেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. বিশ্বাস শাহীন আহম্মদ।

তিনি জানান, ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ডে ১ লাখ ৬০ হাজার ৯২৬ জন পরিক্ষার্থী অংশগ্রহণ করে। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৪৮ হাজার ৫৭৭ জন। পরীক্ষার্থীদের মধ্যে সব থেকে ভলো ফল করেছে মেয়েরা। এ বছর পাস করা ছাত্রদের সংখ্যা ৭১ হাজার ৭৯১ এবং ছাত্রীর সংখ্যা ৭৬ হাজার ৭৮৬।

তিনি আরও জানান, এ বছর যশোর বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ২০ হাজার ৭৬১ জন। এর আগে গত বছর ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিল ২০ হাজার ৬১৭ জন। জিপিএ-৫ এর সংখ্যা গত বছরের তুলনায় এ বছর বেশি। এ ছাড়া গত বছর পাসের হার ছিল ৮৬ দশমিক ১৭ শতাংশ।

এদিকে যশোর শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য মতে, খুলনা বিভাগের ১০টি জেলার মধ্যে প্রথম হয়েছে সাতক্ষীরা। সাতক্ষীরা জেলায় পাসের হার ৯৬ দশমিক ১২ শতাংশ। এবং সবচেয়ে কম পাসের হার মেহেরপুর ৮৪ দশমিক ৯৬ শতাংশ। যশোর জেলায় পাসের হার ৯৪ দশমিক ২২ শতাংশ, খুলনা জেলায় পাসের হার ৯৪ দশমিক ৬০, বাগেরহাট জেলায় পাসের হার ৯১ দশমিক ২৭, কুষ্টিয়া জেলায় পাসের হার ৯১ দশমিক ৩৫, চুয়াডাঙ্গা জেলায় পাসের হার ৯০ দশমিক ৮২, ঝিনাইদহ জেলায় পাসের হার ৮৯ দশমিক ৫৯, মাগুরা জেলায় পাসের হার ৯১ দশমিক ০৯ শতাংশ।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, এসএসসির ফলে এ বছর যশোর বোর্ডের শীর্ষে সাতক্ষীরা জেলা। শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এ অর্জন সাতক্ষীরাবাসীর।

তিনি বলেন, আমি গত তিন বছর আগে সাতক্ষীরা জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর চেষ্টা করেছি। জেলা প্রশাসন, শিক্ষা অফিস, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের প্রচেষ্টায় বিগত তিন বছর এসএসসিতে যশোর বোর্ডের শীর্ষ স্থান ধরে রেখেছে সাতক্ষীরা জেলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তৃতীয় বিশ্বের দেশগুলো থেকে স্থায়ীভাবে অভিবাসন বন্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের

দ্বিতীয় ধাপে গণঅধিকার পরিষদের প্রার্থী ঘোষণা 

কামালকে দিয়েই শুরু হবে প্রত্যর্পণ : প্রেস সচিব 

ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহর’ সর্বশেষ তথ্য জানাল আবহাওয়া অধিদপ্তর

কিছু ক্ষেত্রে মেয়েদের দিক থেকে ভুল হয়: মমতা শঙ্কর

আরেকটি ফাটলরেখার সন্ধান গবেষকদের, ৬ মাত্রায় ভূমিকম্পের শঙ্কা

ভ্যাকসিন না পাওয়ায় ল্যাম্পি আতঙ্কে খামারিরা

ব্রিসবেন টেস্টে ফেরা হলো না কামিন্স ও হ্যাজলউডের

ঢাকা থেকে এসে মা দেখেন আড়ায় ঝুলছে মেয়ের মরদেহ 

বিপিএল: সরাসরি চুক্তিতে যেসব বিদেশি ক্রিকেটার দল পেলেন

১০

মালয়েশিয়ায় ভয়াবহ নির্যাতনের শিকার বাংলাদেশি শ্রমিকরা: এইচআরডব্লিউ

১১

মহাসড়কে পিকআপভ্যানে আগুন

১২

শীত জেঁকে বসেছে তেঁতুলিয়ায়, তাপমাত্রা ১৩ ডিগ্রির ঘরে

১৩

ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিমকে নিয়ে অপপ্রচার

১৪

বিশ্বকাপের সুপার এইটে উঠলে টাইগারদের সম্ভাব্য প্রতিপক্ষ যারা

১৫

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬ ভবন ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

১৭

রাজধানীতে আজ কোথায় কী

১৮

একটানা পাঁচ ম্যাচ খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা, সূচি প্রকাশ

১৯

সংকটে দীপিকার স্কিন কেয়ার ব্র্যান্ড

২০
X