শুক্রবার, ২৯ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০২:০৬ পিএম
অনলাইন সংস্করণ

ভালো ফলনের পরও হতাশ কৃষক

ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা
ধান মাড়াইয়ে ব্যস্ত কৃষক। ছবি : কালবেলা

বোরো ধানের ব্যাপক ফলন হলেও কম মূল্যের জন্য হতাশ হবিগঞ্জের আজমিরীগঞ্জের কৃষকরা। উৎপাদিত ধান বিক্রি করেও হতাশায় ভুগছেন তারা।

হবিগঞ্জের আজমিরীগঞ্জের সদর ইউনিয়নের বিরাট গ্রামের কৃষক বেনু মিয়া। বোরো মৌসুমে নিজের জমিসহ মহাজনের কাছ থেকে চুক্তিতে নেওয়া প্রায় সাড়ে সাত একর জমিতে আবাদ করেছিলেন বোরো ধান। আবহাওয়া অনুকূলে থাকায় ও প্রাকৃতিক কোনো বিপর্যয় না থাকায় হাওরাঞ্চলে ধানের ফলনও হয়েছে বেশ। সাড়ে সাত একর জমিতে বেনু মিয়ার ফলন হয়েছে প্রায় সাড়ে পাঁচশ মণ ধান।

আমনের মৌসুমে অনেকটা লোকসানের পর বোরোতে সেই লোকসান পুঁষিয়ে নেওয়ার স্বপ্ন দেখেছিলেন বেনু মিয়া। মহাজনের চুক্তির ধান আর নিজের সংসার খরচের জন্য যখন ধান বিক্রির সিদ্ধান্ত নেন তখনই সেই স্বপ্ন ভঙ্গ হয় তার। তিন দফায় পাইকারদের কাছে প্রায় চারশ মণ ধান বিক্রি করেন তিনি। প্রতিমণ ধানের মূল্য পেয়েছেন ৭৫০ টাকা করে।

শুধু বেনু মিয়াই নন ধানের মূল্য কম থাকা ও হাওরের ধান কাটা শেষ হলেও সরকারিভাবে উপজেলায় ধান সংগ্রহ শুরু না হওয়ায় এমন হতাশায় দিন কাটছে উপজেলার হাজারো সাধারণ কৃষকের।

উপজেলা কৃষি অধিদপ্তর বলছে, উপজেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি ধান উৎপাদন হয়েছে। সরকারিভাবে এই মৌসুমে উপজেলায় ১ হাজার ৮৯৩ টন ধান সংগ্রহ করা হবে। খুব শিগগিরই কৃষকের কাছ থেকে সরকারি মূল্যে ধান সংগ্রহ শুরু করা হবে।

খাদ্য অধিদপ্তরের তথ্য মতে, চলতি বোরো মৌসুমে ৩২ টাকা কেজি (১২৮০ টাকা মণ) দরে ধান, ৪৫ টাকায় সিদ্ধ চাল এবং ৪৪ টাকায় আতপ চাল কিনবে সরকার। হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জসহ ৯টি উপজেলা থেকে ১৪ হাজার ৭৬০ টন ধান ৪ হাজার ১৬৬ টন আতপ চাল এবং ১৪ হাজার ৯৬৬ টন সিদ্ধ চাল কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

জেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে আজমিরীগঞ্জ উপজেলায় ১৪ হাজার ৬২৩ হেক্টরসহ জেলায় মোট ১ লাখ ২২ হাজার ৮২৫ হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এরমধ্যে আজমিরীগঞ্জ উপজেলায় ১৪ হাজার ৬২৫ হেক্টরসহ জেলায় লক্ষ্যমাত্রা অতিক্রম করে বোরো চাষ হয়েছে ১ লাখ ২৩ হাজার ৭৩৭ হেক্টর জমিতে। এবং জেলায় ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ২০ হাজার ৬৬৫ টন।

কৃষকরা বলছেন, বেশি ধান উৎপাদন হয় হাওরে। এরই মধ্যে হাওরের ধান কাটা-মাড়াই শেষে মহাজনের দেনা আর নিজের পরিবারের খরচ মেটাতে অধিকাংশ সাধারণ কৃষক কম দামে পাইকার ও ফড়িয়াদের কাছে বিক্রি করে দিয়েছেন বেশিরভাগ ধান। বাকি ধান বছরের খোরাকির জন্য গোলায় তুলেছেন। দেরিতে সংগ্রহ অভিযান শুরু হওয়ায় হাওরের কৃষকরা এই সুবিধা থেকে বঞ্চিত থাকবেন। একইসঙ্গে বাড়বে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য।

কৃষক বেনু মিয়া বলেন, ধানের ফলন ভালো হয়েছে। অনেক কষ্টে ধান কাটাও শেষ করেছি। মহাজনের চুক্তির টাকা দেওয়া ও হাতে টাকা পয়সা না থাকায় ধান কাটার পরই বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু বিক্রি করতে গিয়ে প্রতি মণ ধানের দাম পেয়েছি ৭৫০ টাকা থেকে ৭৬০ টাকা করে।

কৃষক জাফরান মিয়া জানান, ২২ বিঘা জমিতে বোরো আবাদ করেছিলাম। ফলনও হয়েছে বেশ ভালো। দেনা থাকায় ৭৬০ টাকা মণ ধরে ২৭৫ মণ ধান বিক্রি করতে হয়েছে।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (অ.দা) মো. সাইফুল আলম সিদ্দিকী বলেন, আগামী ১৫ মে পর্যন্ত অ্যাপসের মাধ্যমে কৃষক নিবন্ধন চলবে। তারপর লটারির মাধ্যমে কৃষক বাছাইয়ের পর ধান সংগ্রহ শুরু করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবি’র ৫ দফা দাবি

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১০

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১১

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১২

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৩

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৪

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৫

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

১৬

গকসু নির্বাচন : রেকর্ডসংখ্যক মনোনয়ন বিতরণ 

১৭

চট্টগ্রামে হবে আইইসিসি মাল্টিডেস্টিনেশন এডুকেশন এক্সপো 

১৮

চব্বিশের বিজয়ীদের কার্যকলাপে দেশের মানুষ অতিষ্ঠ : কাদের সিদ্দিকী

১৯

ঢাকার মার্কিন দূতাবাসে হামলার আশঙ্কা নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

২০
X