কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

‘পিডাইয়া’ লম্বা করে দিতে বলা সেই প্রার্থীকে শোকজ

চেয়ারম্যান প্রার্থী গোলাম সারওয়ার। পুরোনো ছবি
চেয়ারম্যান প্রার্থী গোলাম সারওয়ার। পুরোনো ছবি

নির্বাচনী পথসভায় পিটিয়ে লম্বা করে দেওয়ার বক্তব্যের জেরে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম সারওয়ারকে কারণ দর্শাতে নোটিশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাতে রিটার্নিং কর্মকর্তা কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া ২৪ ঘণ্টার মধ্যে তাকে এ নোটিশের জবাব দিতে বলেছেন।

রিটার্নিং কর্মকর্তার পাঠানো নোটিশে বলা হয়েছে, ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে গত ১৪ মে রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে এক নির্বাচনী পথসভায় চেয়ারম্যান প্রার্থী মো. গোলাম সারওয়ার বক্তব্য দেন। দশ মিনিট ৬ সেকেন্ডের ওই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সেখানে ‘উপরের নির্দেশ আছে, পিডাইয়া লম্বা করে দাও’ বলে গোলাম সারওয়ার বক্তব্য রেখেছেন। যা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা, ২০১৬ এর ১৮ (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন।

এই বিষয়ে সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী আবদুল হাই বাবলু লিখিত অভিযোগ দাখিল করেন। উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০১৩-এর বিধি (২২) এবং উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ অনুযায়ী কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না। এ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর জন্য অনুরোধ করা হলো।

কারণ দর্শানোর নোটিশ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাই বাবলুর অভিযোগ এবং প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

এর আগে গত ১৪ মে রাতে সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর বাজারে নিজের কাপ-পিরিচ প্রতীকের পথসভায় বক্তব্য দেন গোলাম সারওয়ার। এ সময় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সহযোগিতাকারীদের ‘পিডাইয়া লম্বা করে দেওয়ার নির্দেশ আছে’ বলে হুমকি দেন তিনি।

গোলাম সারওয়ার কুমিল্লা-১০ (কুমিল্লা সদর দক্ষিণ, লালমাই ও নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য ও সাবেক অর্থমন্ত্রী আ হম মুস্তফা কামালের ছোট ভাই। সদর দক্ষিণ উপজেলা পরিষদের তিনবারের চেয়ারম্যান সারওয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি। পাশাপাশি কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতির দায়িত্বেও রয়েছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি কর্মীদের নিয়ে দীর্ঘ স্ট্যাটাস দিলেন জয়

খাঁচায় বন্দি রেখে পাখি পালন করা কি জায়েজ আছে?

সাবেক স্ত্রীকে হত্যার পর যুবকের কাণ্ড

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা

নদীতে ভাসছিল নিখোঁজ চালকের মরদেহ, উধাও অটো

টাইফয়েড টিকার রেজিস্ট্রেশন মোবাইল থেকে যেভাবে করবেন

দুদকের দুই উপ-পরিচালক বরখাস্ত

দলের স্বার্থে খেলে কপাল পুড়ল দুই ক্রিকেটারের, দাবি অশ্বিনের

মহাখালীর সাততলা বস্তিতে ভয়াবহ আগুন 

আমি দায়িত্ব নেওয়ার পর ১২টা হাতি মরে গেছে : রিজওয়ানা

১০

প্রকাশ্যে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

ঢাবির ১৮ হল সংসদের প্রার্থী ঘোষণা ছাত্রদলের

১২

স্টার্টআপে বিনিয়োগ ও পরামর্শ দেবে কমিউনিটি ব্যাংক

১৩

মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

১৪

কুমিল্লায় ৫২টি পাসপোর্টসহ দালাল আটক

১৫

টাকা ছাড়াই খাওয়া যায় যে ক্যাফেতে, দিতে হবে প্লাস্টিক বর্জ্য

১৬

বঞ্চিত কর্মকর্তাগণের আবেদন পর্যালোচনা কমিটির ২য় প্রতিবেদন পেশ

১৭

হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলকে পেলেন না জামায়াতের প্রতিনিধিদল

১৮

দূরশিক্ষা ও বিজ্ঞানের মহীরুহ ড. শমশের আলীর মহাপ্রস্থান : এক জ্ঞানতাপস

১৯

একযোগে এনসিপির ১৫ নেতার পদত্যাগ

২০
X