নোয়াখালী সোনাইমুড়িতে অস্ত্র ও চোরাই মালসহ শাহাবুদ্দিন নামে এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করেছে থানা পুলিশ। শনিবার (২৫ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজ বাড়ি তাকে আটক করা হয়।
এ সময় তার ঘর থেকে চোরাইকৃত স্বর্ণ, মোবাইল, টর্চ লাইট, চায়না চার্জার লাইট, দুটি মোবাইল ফোনসহ একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়।
রোববার (২৬ মে) সকালে এক সংবাদ সম্মেলনে চাটখিল সোনাইমুড়ি জোনের সার্কেলের সহকারী পুলিশ সুপার নিত্যানন্দ দাশ ও সোনাইমুড়ী থানার ওসি বখতিয়ার উদ্দিন এসব তথ্য জানান। আটক শাহাবুদ্দিন উপজেলার পূর্ব চাঁদপুর ভূঁইয়া বাড়ির আলী হোসেনের ছেলে।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে সোনাইমুড়ি থানায় বর্তমানে পাঁচটি মামলা চলমান রয়েছে। এ ছাড়া সম্প্রতি চুরি ও হামলার ঘটনায় আরও দুটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গত ২২ মে রাতে শাহাবুদ্দিন তার দলবল নিয়ে সোনাইমুড়িতে দীন বন্ধু সাহা, বিশ্বজিৎ সাহার বাড়িতে হানা দেয়। এ সময় সিন্ধু রঞ্জন সাহা বিষয়টি পেয়ে চিৎকার করলে তার মাথায় আঘাত করা হয়। তার স্ত্রী এগিয়ে এলে তাকেও উপর্যুপরি আঘাত করা হয়। তিনি রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়েন। পরে সন্ত্রাসীরা কাজল সাহার স্বর্ণের কানের দুল ও লকেট, একটি বিদেশি টর্চ লাইট, চার্জার লাইট, মোবাইল ফোন নিয়ে যায়।
বর্তমানে কাজল সাহা এবং তার স্বামী সিন্ধু রঞ্জন সাহা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন। আসামি শাহাবুদ্দিনকে উদ্ধারকৃত চোরাইমালসহ আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন