সাতক্ষীরা প্রতিনিধি:
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৮:৫৪ এএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৯:০৫ এএম
অনলাইন সংস্করণ

বাঁধ ঠেকাতে স্থানীয়দের স্বেচ্ছাশ্রম

বাঁধ ঠেকাতে স্থানীয়দের স্বেচ্ছাশ্রম

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সাতক্ষীরার সুন্দরবনসংলগ্ন উপকূলীয় নদ-নদীর পানি স্বাভাবিকের চেয়ে অন্তত তিন-চার ফুট বৃদ্ধি পেয়েছে। উপকূলের ভঙ্গুর বেড়িবাঁধে বড় আকারের ঢেউ আছড়ে পড়ছে। উপকূল রক্ষা বাঁধের ভাঙন ঠেকাতে উপকূলের বাসিন্দারা রোববার (২৬ মে) সারাদিন বাঁশ ও বস্তা দিয়ে স্বেচ্ছাশ্রমে কাজ করেছেন। তবে দিনভর কাজ করেও বেড়িবাঁধ ঠেকানো নিয়ে আশঙ্কায় রয়েছেন স্থানীয়রা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, ঘূর্ণিঝড় রিমাল রোববার সন্ধ্যা বা মধ্যরাত নাগাদ মোংলার কাছ দিয়ে ভারতের পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার উপকূল অতিক্রম করবে। এ সময় স্বাভাবিকের চেয়ে ৮–১২ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে। এলাকা পেরিয়ে যেতে চার থেকে পাঁচ ঘণ্টার মতো সময় লাগতে পারে।

শ্যামনগর উপজেলার পদ্মপুকুর ইউনিয়নের মালেক গোলাম হোসেন জানান, সারাদিন বাঁশ ও বস্তা দিয়ে স্বেচ্ছাশ্রমে এলাকার মানুষ বেড়িবাঁধ রক্ষায় কাজ করছে। বহু মানুষ উৎকণ্ঠা নিয়ে বেড়িবাঁধের রাস্তায় ওপর দাঁড়িয়ে আছেন। তাদের আশঙ্কা, ঘূর্ণিঝড় রিমাল আঘাত হানলে গ্রামের সামনের ছোট্ট নিচু বেড়িবাঁধটি উপচে কিংবা ভেঙে লোনাপানিতে পুরো এলাকা ভেসে যাবে।

গাবুরা ইউনিয়নের হুদা মালী বলেন, চরম আতঙ্কের মধ্যে আছি। সত্যি সত্যি যদি ঘূর্ণিঝড়ের কারণে নদীতে ৮-১০ ফুট পানি বাড়ে, তবে পুরো এলাকা লবণপানিতে ভেসে যাবে। তলিয়ে যাবে মাছের ঘের। গাবুরার মানুষ ঝড় নিয়ে খুব বেশি ভয় পায় না, ভয় পায় বাঁধ নিয়ে। বোরবার মধ্যরাতে নদীতে জোয়ার হবে। তখন পানি বেড়ে বাঁধ ভেঙে যেতে পারে।

বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গবাটি গ্রামের বাসিন্দা গোলাম হোসেন জানান, গ্রামের ৫০ জনের বেশি মানুষ বাঁধ রক্ষার কাজ করছে। ঢেউ ও স্রোতের তীব্রতা থেকে উপকূল রক্ষা বাঁধের ক্ষতি এড়াতে এলাকার মানুষ বাঁধের বাইরের অংশে জিও শিট (জিও ব্যাগের কাপড়) লাগানো হচ্ছে।

পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ইমরান সরদার বলেন, ঝুঁকিপূর্ণ এলাকার বাঁধ রক্ষায় তারা মাটি ফেলাসহ জিও ব্যাগ ডাম্পিংয়ের কাজ শেষ করেছেন। স্বাভাবিকের তুলনায় ৭-৮ ফুট পর্যন্ত জোয়ারের পানি বৃদ্ধি পেলেও ক্ষতির সম্ভাবনা নেই।

শ্যামনগরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিবুল আলম বলেন, শনিবার রাত থেকেই মাইকিং করে স্থানীয়দের নিরাপদে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে ঝুঁকিপূর্ণ এলাকার মানুষকে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুর উচ্চতা বাড়াতে প্রতিদিনের খাবারে রাখুন এই ৪ জিনিস

রাজধানীর আরও বেশ কিছু এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

গোসলে নেমে প্রাণ গেল ৩ বোনের

জাতীয় পার্টির কার্যালয়ের সামনে অ্যাকশনে পুলিশ

ইশরাকের সঙ্গে বাগদান নিয়ে হবু স্ত্রীর স্ট্যাটাস

মোবাইলে আফগানিস্তান-বাংলাদেশ ম্যাচ দেখবেন যেভাবে

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো আলোচনা হয়নি : দুদু

র‍্যাবের গাড়ি-বাসের সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কাঁদতে কাঁদতে নিজের জীবনের যে দুঃখের গল্প শোনালেন মারুফা

আমি কিছুটা ‘লক্ষ্মী’, কিছুটা ‘দুষ্টুও’: মনামী ঘোষ

১০

ডিরেক্টর আর্টিস্ট পয়দা করতে পারে না : যাহের আলভী

১১

মক্কা থেকে যা বললেন ফারহান

১২

ইমা অ্যাওয়ার্ডে ‘নিশি’

১৩

পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা, ৭ সদস্য নিহত

১৪

ধামরাই ওদুদুর রহমান উচ্চ বিদ্যালয়ের অ্যালামনাই পরিবার গঠন

১৫

পিআর পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি জনগণের ওপর ছেড়ে দিতে হবে : আমীর খসরু

১৬

কোন জেলার জামাই হচ্ছেন ইশরাক

১৭

জামায়াত ক্ষমতায় গেলে ‘ওয়ান-টু-তে’ সব সমস্যার সমাধান হবে : গোলাম পরোয়ার

১৮

সেপটিক ট্যাংক বিস্ফোরণে একজনের মৃত্যু, আহত ৫

১৯

খাদ্যনালির ক্যানসারের যে উপসর্গগুলোকে অবহেলা করবেন না

২০
X