রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১২:৪১ পিএম
অনলাইন সংস্করণ

৩৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

৩৬ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। ছবি : কালবেলা
৩৬ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ৩৬ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে এবং ৪৯ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। টানা ৩৬ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কের প্রায় ৪ কিলোমিটার এলাকাজুরে পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। এতে ফেরিঘাটে প্রায় ৩ শতাধিক পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় আছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন চালকরা।

এদিকে ঘূর্ণিঝড় রিমালের কারণে রোববার থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সব ধরনের নৌ চলাচল বন্ধ থাকায়, যাত্রীবাহী পরিবহন ও প্রাইভেটকার এবং মাক্রোবাসসহ ছোট ছোট যানবাহন ঘুরে পদ্মা সেতু দিয়ে নদী পারাপার হয়।

ফেরি ঘাট সংশ্লিষ্টারা কালবেলাকে জানান, ঘূর্ণিঝড় রিমালের কারণে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দুর্ঘটনা এড়াতে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। এ কারণেই দুর্ভোগ নেমে আসে চালকদের উপরে। নদী স্বাভাবিক হওয়ায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সাতক্ষীরা থেকে ছেড়ে আসা জাহিদ নামে এক চালক কালবেলাকে জানান, গত রোববার রাতে ঘাটে এসেছি কিন্তু ফেরি পাইনি। ঝড়ের কারণে ফেরি বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা তাকে অপেক্ষা করতে হয়। কিছুক্ষণ আগে ফেরি চালু হয়েছে। এখন উঠতে পারব ফেরিতে।

বরিশাল থেকে ছেড়ে আসা মো. সুজন নামে অন্য এক চালক কালবেলাকে জানান, রোববার ভোর চারটায় ঘাটে এসে পৌঁছেছি। কিন্তু ফেরি পাইনি। খুব কষ্টে দিন ও রাত কাটছে আমাদের। এ কষ্ট বলে বোঝানোর মতো নয়। ঝড়ের কারণে ফেরি বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছিলাম আমরা। এখন ফেরি চালু হওয়ায় ভালো লাগছে।

গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা সিরাজ উদ্দিন নামে চালক কালবেলাকে বলেন, ফেরির জন্য প্রায় ২০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। প্রতি ঘণ্টা যেন ভয়াবহ কষ্টের। অপেক্ষা করা এর চেয়ে বড় কষ্টের যেনো আর কিছুই নয়। ফেরি বন্ধের কারণে আমাদের এত কষ্ট।

আইয়ুব হোসেন নামে আরেক চালক কালবেলাকে জানান, গতকাল দুপুরে ঘাটে এসে পৌঁছেয়েছি। কিন্তু ফেরি বন্ধ সেটা জানতাম না। জানলে ঘুরে যেতাম। তবে অপেক্ষা করতে করতে কিছুক্ষণ আগে শুনলাম ফেরি চলাচল করছে। এখন আমরা গৌন্তব্যে পৌঁছাতে পারব।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন কালবেলাকে জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে টানা ৪৯ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল শুরু হয়েছে। বর্তমানে আবহাওয়া স্বাভাবিক আছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৬টি লঞ্চ চলাচল করছে এবং এ লঞ্চগুলো দিয়েই যাত্রীদের পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখা কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন কালবেলাকে জানান, টানা ৩৬ ঘণ্টা বন্ধের পর ফেরি চলাচল শুরু হয়েছে। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় মিলে মোট ৮টি ফেরি চলাচল করছে এবং এ ফেরিগুলো দিয়েই যানবাহন ও যাত্রী পারাপার করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সঙ্গে শেষ দেখার স্মৃতিচারণ করলেন ড. ইউনূস

খালেদা জিয়ার মৃত্যুতে জাতিসংঘের শোকবার্তা

দায়িত্ব পালনকালে সীমান্তে বিজিবি সদস্যের মৃত্যু

খালেদা জিয়ার মৃত্যুতে চীনের রাষ্ট্রদূতের শোক

খালেদা জিয়ার মৃত্যুতে সাকিবের আবেগঘন বার্তা

বিক্ষোভে উত্তাল জবি ক্যাম্পাস

খালেদা জিয়ার মৃত্যুর পেছনে ফ্যাসিস্ট হাসিনার দায় রয়েছে : আইন উপদেষ্টা 

ইইউ-ফ্রান্স-যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার শোক

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া

খালেদা জিয়ার মৃত্যুতে বিএনএমের গভীর শোক

১০

খালেদা জিয়ার মৃত্যুতে খুবি উপাচার্যের গভীর শোক

১১

আল্লাহ আপনি বেগম জিয়াকে উত্তম প্রতিদান দিন: কনকচাঁপা

১২

বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ থাকবে  

১৩

প্রকাশ্যে আসলো বিজয়-রাশমিকার বিয়ের তারিখ

১৪

খালেদা জিয়ার মৃত্যুতে জি এম কাদেরের শোক

১৫

শতাধিক কর্মী নিয়ে ইউপি সদস্যের বিএনপিতে যোগদান

১৬

খালেদা জিয়ার মৃত্যুতে ক্রীড়াঙ্গনের তারকাদের শোক

১৭

উপদেষ্টা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত 

১৮

খালেদা জিয়ার মৃত্যুতে ইসলামী আন্দোলন আমিরের শোক

১৯

খালেদা জিয়ার মৃত্যুতে জিয়াউর রহমানের বাড়িতে দোয়ার আয়োজন

২০
X