চুয়াডাঙ্গা ও জীবননগর প্রতিনিধি
প্রকাশ : ২৮ মে ২০২৪, ১০:২৭ পিএম
আপডেট : ২৯ মে ২০২৪, ০৮:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গায় আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা
উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার জীবননগরের উথলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হান্নানকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের আমতলা নামক স্থানে এ ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, আব্দুল হান্নান একাই দর্শনা দিক থেকে মোটরসাইকেলে করে উথলীর দিকে ফিরছিলেন। পথে আকন্দবাড়িয়া আবাসন (বস্তি) পার হলে পিছন দিক থেকে মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে তার পিঠে কোপ মেরে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এতে তার পিঠে মারাত্মক জখম হয়। এ সময় জখম নিয়ে তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদের ভিতরে প্রবেশ করেন। পরে লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করান।

খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ছুটে যান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর, চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামসুজ্জোহা, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু এবং আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন বলেন, রোগীর পিঠের বামপাশে ধারালো অস্ত্রের আঘাতের গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তার ফুসফুসেও ক্ষত সৃষ্টি হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এরপর দুপুরে চুয়াডাঙ্গা সদর থেকে হেলিকপ্টারযোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে চেয়ারম্যান আব্দুল হান্নানকে।

চেয়ারম্যান আব্দুল হান্নানের স্ত্রী আসমা আখতার বলেন, ব্যক্তিগত কাজে সকালে দর্শনায় গিয়েছিলেন চেয়ারম্যান। ফেরার পথে আকন্দবাড়ীয়া আবাসন এলাকায় মোটরসাইকেল চালিয়ে দুজন হেলমেট পরিহিত দুর্বৃত্ত তাকে পেছন থেকে পিঠে ধারালো ছুরি দিয়ে কোপ দেয়। তিনি সেই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে চলে আসেন। পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। কী কারণে কে বা কারা এ হামলা চালিয়েছে তা তিনি বলতে পারেননি।

জীবননগর থানার ওসি এস এম জাবীদ হাসান জানান, উথলী ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপর কারা হামলা করেছে, তা এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশ কাজ করছে।

ওসি আরও জানান, চেয়ারম্যানের আত্মীয়স্বজনের সঙ্গে কথা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য চেয়ারম্যান আব্দুল হান্নানকে ঢাকায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগে ২০২৩ সালের ১৮ ডিসেম্বর রাত ১০টার দিকে মোটরসাইকেলে বাড়িতে ফেরার সময় নিজ বাড়িতে ঢোকার আগে দুর্বৃত্তদের হামলায় আব্দুল হান্নান আরও একবার আহত হয়েছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী শনিবার

ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

অস্ট্রেলিয়ায় উদ্ভাবিত বিশ্বের প্রথম টাইটানিয়াম হার্ট মানবদেহে প্রতিস্থাপন

শনিবার রাজধানীর যেসব এলাকায় যাবেন না

শক্তিশালী পাসপোর্টে শীর্ষে সিঙ্গাপুর, বাংলাদেশের অবস্থান কত?

২৭ জুলাই : নামাজের সময়সূচি

যে ভুলে মরতে পারে টবের গাছ

ভুয়া মুক্তিযোদ্ধার সনদে ২৪ বছর ধরে চাকরি, অতঃপর..

ঝিনাইদহে ২৪ বছর ধরে ক্রিকেট ব্যাট বানাচ্ছেন ৩ ভাই

জামালপুরে ১০ মামলায় আসামি ২৩০৫, গ্রেপ্তার ৩২

১০

আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়

১১

যাত্রী পারাপার কমেছে আখাউড়া স্থলবন্দরে

১২

সিলেটে ৭ চোরাই সিএনজি অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ৭

১৩

‘সাংবা‌দি‌কের ওপর হামলা নিঃস‌ন্দে‌হে ছাত্র‌দের কাজ নয়’

১৪

রাজশাহীতে সহিংসতার মামলায় গ্রেপ্তার ১১৬৩

১৫

ছাত্রলীগের রাজনীতি ছাড়ার ঘটনা নিয়ে সারজিসের ফেসবুক স্ট্যাটাস

১৬

তিন সমন্বয়ককে আটকের কারণ জানালেন ডিবিপ্রধান

১৭

দেশের পরিস্থিতি নিয়ে আল জাজিরাকে তথ্য প্রতিমন্ত্রীর সাক্ষাৎকার

১৮

পাকিস্তানের বিপক্ষে রুদ্ধশ্বাস জয়ে ফাইনালে শ্রীলঙ্কা

১৯

ময়মনসিংহে শিক্ষার্থীর ওপর হামলা-মারধর

২০
X