ঝিনাইদহ ব্যুরো
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৮:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের ভিসা মেলেনি আনার কন্যা ডরিনের, প্রতিবাদ অব্যাহত

মুমতারিন ফেরদৌস ডরিন। ছবি : সংগৃহীত
মুমতারিন ফেরদৌস ডরিন। ছবি : সংগৃহীত

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনারের দেহাংশ নিশ্চিত করার জন্য ভারতের ভিসার অপেক্ষায় তার কন্যা মুমতারিন ফেরদৌস ডরিন। ২৮ মে রাতে কলকাতার নিউটাউনে ফ্লাটের সেপটিক ট্যাংকে এমপি আনারের দেহাংশ পাওয়ার পর তার পরিবারের সদস্য কন্যা ডরিন ও বড় ভাই আবেদ আলীসহ তার পিএস আব্দুর রউফ ভারতে যাওয়ার প্রস্তুতি নিলেও, মেলেনি ডরিন ও আব্দুর রউফের ভিসা।

আবেদ আলীর আগে থেকে ভিসা থাকলেও তার ভাতিজি ডরিন ও এমপির পিএস রউফের ভিসার আবেদন স্বাভাবিক প্রক্রিয়ায় গ্রহণ করেছে ভারতীয় দূতাবাস।

এমপির পিএস আব্দুর রউফ কালবেলাকে জানান, গত ২২ মে তারা ভিসার আবেদন করেন। এরপর হত্যাকাণ্ডের ঘটনা ও পরিস্থিতির গুরুত্ব উল্লেখ করে ভারতীয় দূতাবাসে মেইল করা হলেও তারা কোনো গুরুত্ব দিচ্ছে না। দূতাবাস তাদের ভিসার ক্ষেত্রে সাধারণ আবেদন হিসেবে গণ্য করে ভিসা প্রসেস করছে। আর সেই প্রক্রিয়ায় ভিসা দিলে সেটি মাসাধিকাল বা তার থেকেও বেশি সময় লাগতে পারে বলে পিএস আব্দুর রউফ জানান।

এ অবস্থায় তারা ভারতে না যাওয়া পর্যন্ত উদ্ধারকৃত মাংসের টুকরার ডিএনএ টেস্ট করা সম্ভব হবে না।

এ বিষয়ে এমপি কন্যা মুমতারিন ফেরদৌস ডরিনের বরাত দিয়ে আব্দুর রউফ জানান ডরিন প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত ভিসা পাওয়ার বিষয়ে ভারতীয় দূতাবাসকে অবহিত করার পরও গত ৮ দিনেও মেলেনি তাদের ভিসা।

তাহলে কীভাবে তারা ভারতে যাবেন বা তার পিতার উদ্ধার করা মাংসের টুকরো আসলে তার পিতার কি না সেটি নিশ্চিত করতে পুলিশকে সহযোগিতা করবেন। তিনি এ বিষয়ে আবারও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে সংসদ সদস্য আনায়ারুল আজিম আনার হত্যাকাণ্ডের প্রতিবাদ জানিয়ে কালীগঞ্জে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানববন্ধন ও প্রতিবাদ অব্যাহত রয়েছে।

এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ারুল আজিম আনার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। কালীগঞ্জ শহরে বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন সোহেল, নিহত এমপি আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন, বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুল ইসলাম, সাধারণ সম্পাদক এমদাদুল হক ইন্তা, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম বিপ্লবসহ স্থানীয় বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া মানববন্ধনে বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার সদস্যরা অংশ নেন। মানববন্ধনে উপস্থিত ব্যবসায়ী নেতারা এমপি আনার হত্যাকারীদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

প্রসঙ্গত, গত ১২ মে চিকিৎসার জন্য ভারতের গেদে বন্দর পার হয়ে পশ্চিবঙ্গে যান এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ মে থেকে নিখোঁজ হন এমপি। ২২ মে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধাননগরের নিউটাউন এলাকায় সঞ্জিভা গার্ডেনে খুন হয়েছে বলে সংবাদ আসে। পরে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার মৃত্যুর সংবাদ জানিয়ে বিবৃতি দেন। আনার ভারতীয় সীমান্ত এলাকা ঝিনাইদহ-৪ আসনের টানা তিনবারের সংসদ সদস্য (এমপি) ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

যে কারণে লিগস কাপের কোয়ার্টারে ছিলেন না মেসি

এইচএসসি পাসেই প্রাণ গ্রুপে চাকরি, পদ ৫০

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের বিশাল সেনাবহর

কৃষককে কুপিয়ে জখম, আটক ২

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস 

ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য বিশেষ সেবা চালু

সারা শরীরে আঘাতের চিহ্ন, মরদেহ মিলল প্রতিবেশীর পরিত্যক্ত টয়লেটে

সুয়ারেজের দুই পেনাল্টিতে মেসিবিহীন মায়ামির রোমাঞ্চকর জয়

গাজায় নতুন ধাপে ‘গণহত্যা’ শুরু করল ইসরায়েলের সেনাবাহিনী

১০

ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স  / ওষুধ-চিকিৎসকের সংকটে ভোগান্তিতে রোগীরা

১১

পাকিস্তানের হুমকির পর ‘অগ্নি ৫’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ভারত

১২

সরকারি সফরে চীন গেলেন সেনাপ্রধান 

১৩

সাগরে ভাসমান ১৩ জেলে উদ্ধার, নিখোঁজ ৬

১৪

হবিগঞ্জে সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুন

১৫

অ্যাপলের আগে সারপ্রাইজ ‍দিল গুগল

১৬

ভয়াবহ আগুনে তুলার মিল পুড়ে ছাই

১৭

২১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৮

দুপুরের মধ্যে যেসব জেলায় হতে পারে বজ্রবৃষ্টি

১৯

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

২০
X