ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ছেলেমেয়েদের মাঝে সম্পদ বণ্টনের জের ধরে ৭৫ বছর বয়সী স্বামী আবদুর রহিম মিয়ার ছুরিকাঘাতে সালেহা খাতুন (৬০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) সকালে উপজেলার খাড়েরা ইউনিয়নের দেলী গ্রামে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় তার ছুরিকাঘাতে মেয়ে রোকেয়া বেগমও (৩২) গুরুতর আহত হয়েছেন। আবদুর রহিম দেলী গ্রামের মৃত সবর আলীর ছেলে। পুলিশ আবদুর রহিমকে আটক করে এবং নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠায়। আহত রোকেয়া বেগমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার সকালে বৃদ্ধ আবদুর রহিম ছেলে মেয়েদের মাঝে সম্পদ বণ্টন নিয়ে তার মেয়ে রোকেয়ার সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন। পরে রাগ সামলাতে না পেরে হাতের কাছে থাকা ছুরি দিয়ে মেয়েকে আঘাত করতে ছুটে যান। এ সময় মেয়েকে বাঁচানোর জন্য মা সালেহা বেগম এসে সামনে দাঁড়ান। ওই সময় আবদুর রহিমের ছুরিকাঘাতে মা ও মেয়ে দুজনই গুরুতর আহত হন। তাদের আর্তচিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ওই মা ও মেয়েকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক দুজনকেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। কুমিল্লা নেওয়ার পথে সালেহা বেগমের মৃত্যু হয়। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু আহাম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে মরদে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বৃদ্ধ আবদুর রহিমকে আটক করা হয়েছে। মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন