সিলেটের জকিগঞ্জে বানের পানি থেকে অজ্ঞাত এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) বিকেলে জকিগঞ্জ সদর ইউনিয়নের গদিরাশি গ্রামের বিল থেকে অর্ধগলিত এ লাশ উদ্ধার করেছে পুলিশ।
সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন কালবেলাকে বলেন, বানের পানিতে ১ বছরের শিশুসন্তানের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানান। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেছে। লাশের কোনো পরিচয় পাওয়া যায়নি।
তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এর আগে ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে পাহাড়ি ঢলে সিলেট নগরীসহ আশপাশের সব উপজেলা বন্যার পানিতে তলিয়ে যায়।
মন্তব্য করুন