টাঙ্গাইলের গোপালপুরের ঝিনাই নদীর সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এলাকাবাসী ও ছাত্রছাত্রী চরম দুর্ভোগে। ঝিনাই নদীর ওপর নির্মিত সেতুর একাংশ ভেঙে পড়ে যাওয়ায় এ দুর্ভোগের সৃষ্টি হয়। এতে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে পড়েছে নগদাশিমলার বনমালী-জামতৈল সড়কে।
বুধবার (৫ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর সেতুটি ভেঙে পড়ে। সেতুটি ভেঙে যাওয়ার পর স্থানীয় নদীতে জমে থাকা পানার ওপর দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে মানুষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার নগদাশিমলার বনমালী এলাকায় ঝিনাই নদীর ওপর ১৯৯৬ সালে সেতুটি নির্মাণ করা হয়। সেতুটির দৈর্ঘ্য ৪০ মিটার এবং প্রস্থ ৫ ফুট। নদীতে পানি বৃদ্ধির কারণে পানাগুলো একত্র হয়ে সেতুর পিলারে জমাট বাঁধে। সেতুর পিলারের নিচে মাটি না থাকায় নদীতে স্রোত ও পানার চাপে সেতুর মাঝখানের প্রায় ২০ মিটার অংশ ভেঙে নদীতে পড়ে যায়। বাকি অংশটুকুও ঝুঁকিতে রয়েছে।
নগদাশিমলা ইউনিয়ন পরিষদের সদস্য আয়নাল হক বলেন, নদীতে পানি আসার আগেই সেতুটির নিচে জমে থাকা পানা পরিষ্কার করা হয়। এভাবেই বিগত পাঁচ বছর ধরে করেছি। কিন্তু হঠাৎ করে আজকে সেতুর মাঝখানে কিছু অংশ ভেঙে পড়েছে নদীতে। সেতু ভেঙে যাওয়ার পর লোকজন নদীতে জমে থাকা পানার ওপর দিয়ে হেঁটে নদী পার হচ্ছে।
নগদা সিমলা ইউনিয়নের চেয়ারম্যান আসাদুজ্জামান সোহেল বলেন, অবশ্যই বিকল্প যাতায়াত ব্যবস্থার জন্য এলজিডি ও ইউএনও’র সঙ্গে কথা বলে বিকল্প ব্যবস্থা করব।
উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফাত্তাউর রহমান বলেন, সেতুটি দীর্ঘদিনের পুরাতন। সেতুর প্রস্থ ছিল ৫ ফুট। স্থানীয়দের যাতায়াতের স্বার্থে ঝিনাই নদীর ওপর সেতুটি নির্মাণ করা হয়েছিল। পুরাতন সেতু হওয়ায় সেটি সংস্কারের উপযোগী ছিল না। সেখানে নতুন করে সেতু নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হবে।
মন্তব্য করুন