লক্ষ্মীপুরের রায়পুরের সোনাপুর ও দালালবাজার ইউপির সীমান্তবর্তী মহাদেবপুর গ্রামে পুকুরে ডুবে মাজেদ (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মাজেদ দিনমজুর মো. মোর্শেদ আলী ও গৃহিণী আসমা আক্তারের ছোট ছেলে।
শনিবার (২২ জুলাই) সকাল ৯টায় পুকুরে ডুবে শিশু মাজেদের মৃত্যু হয়।
রায়পুর ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা সরকারি হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার নজরুল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।
মাজেদের স্বজনরা জানান, সকালে শিশু মাজেদের বাবা কাজে চলে যায়। মা ঘরে কাজ করছিলেন। সবার অগোচরে ঘরের পাশে পুকুরের পাশে খেলা করতে গিয়ে পা পিছলে পুকুরে ডুবে যায়। ১৫ মিনিট পর পুকুর থেকে উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রায়পুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শিপন বড়ুয়া জানান, পানিতে শিশুর মৃত্যুর ঘটনা কেউ জানায়নি। পরিবারের লোকজনের সঙ্গে যোগাযোগ করে অপমৃত্যু মামলা করার ব্যবস্থা করা হবে।
মন্তব্য করুন