রাত পোহালেই শুরু হবে খুলনার কয়রা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটযুদ্ধ। ভোটের দিন এখানে ত্রিমুখী লড়াই চলবে দিনভর। ভোটগ্রহণের জন্য উপজেলার ৭টি ইউনিয়নে প্রস্তুত রয়েছে ৬৭ ভোটকেন্দ্র।
গত ২৯ মে তৃতীয় ধাপে কয়রায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত করে ৯ জুন নির্বাচনের সময় ঘোষণা করে ইসি।
এদিকে নির্বাচনের মাঠ পুনরায় নিজ দখলে রাখতে মরিয়া বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী যুব লীগের সভাপতি এস এম শফিকুল ইসলাম। তিনি আনারস প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন।
অন্যদিকে মোটরসাইকেল নিয়ে মাঠে জোরালো প্রচারণা চালাচ্ছে উপজেলা আ.লীগের দীর্ঘদিনের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন রেজা।
ঘোড়া মার্কা নিয়ে তারুণ্যকে কাজে লাগিয়ে সিংহাসনের ভাগীদার হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন আইনজীবী অনাদী সানা।
এ ছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৯ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন মাঠে রয়েছেন। উপজেলার নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ৭টি ইউনিয়নে ৬৭টি কেন্দ্র নিয়ে গঠিত এ উপজেলায় মোট ভোটার ১ লাখ ৭৮ হাজার ৫৩৬ জন।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম তারিক-উজ-জামান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে মাঠে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, নৌপুলিশ ও আনসার মাঠে সর্বক্ষণ কাজ করছে।
মন্তব্য করুন