শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ জুন ২০২৪, ০৪:৩৮ এএম
আপডেট : ১২ জুন ২০২৪, ০৮:০৫ এএম
অনলাইন সংস্করণ

টিসিবির আদলে কার্ড তৈরি করে ভেজাল পণ্য বিক্রি

টিসিবির আদলে কার্ড তৈরি করে ভেজাল পণ্য বিক্রির অপরাধে জরিমানা করা হয়। ছবি : কালবেলা
টিসিবির আদলে কার্ড তৈরি করে ভেজাল পণ্য বিক্রির অপরাধে জরিমানা করা হয়। ছবি : কালবেলা

শেরপুরে সরকারি ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি) আদলে কার্ড তৈরি করে বাজারমূল্যের চেয়ে ২৫ থেকে ৩০ শতাংশ কম মূল্যে প্রতারণার মাধ্যমে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ আটা, তেল, চিনিসহ নকল সার্ফএক্সেল ডিটারজেন্ট পাউডার বিক্রি করে আসছিল ‘My Shop’ নামক একটি প্রতিষ্ঠান। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১১ জুন) দুপুরে জেলার শ্রীবরদী উপজেলার ধাতুয়া বাজারে এনএসআই ওই অভিযান পরিচালনা করে। পরে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ জাবের আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর একটি ধারায় প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মো. রাসেল জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। পাশাপাশি ভেজাল পণ্যসমূহ জব্দ করা হয়।

জব্দকৃত মালামালগুলো হলো- ৪০০ কেজি নিম্নমানের ডাল, ৪০০ কেজি ভেজাল চিনি, ৮০০ লিটার ভেজাল সয়াবিন তেল, ৯৫০ কেজি মেয়াদোত্তীর্ণ আটা, ৩৫০ কেজি ভেজাল লবণ এবং ৩৬৩ কেজি নকল সার্ফএক্সেল ডিটারজেন্ট পাউডার। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ টাকা।

জানা যায়, একটি চক্র অতি নিম্নমানের, মেয়াদোত্তীর্ণ ও ভেজাল দ্রব্যমূল্য বাজারজাত করে ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে এমন অভিযোগে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়। এর অংশ হিসেবে শ্রীবরদী উপজেলাধীন গোশাইপুর ইউনিয়নের ধাতুয়া বাজারে এসব খাদ্যপণ্য বিক্রির সময় বিক্রয় প্রতিনিধিসহ মালামাল জব্দ করে এনএসআই শেরপুর। এ সময় বিভিন্ন ভেজাল দ্রব্যমূল্যসহ প্রতিষ্ঠানটির বিক্রয় প্রতিনিধি মো. হাসানকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে খবর দিলে তিনি মোবাইল কোর্টে এ জরিমানা করেন।

এ বিষয়ে শ্রীবরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবের আহমেদ বলেন, গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পণ্যের মেয়াদ এবং উৎপাদন তারিখ বিহীন নিম্নমানের খাদ্যপণ্য অসাধু পন্থায় বিক্রির অপরাধে জরিমানা করা হয়েছে। এ সময় তাদের সঙ্গে থাকা পণ্য জব্দ করা হয়েছে। বিধি মোতাবেক সেগুলো ধ্বংস করা হয়েছে। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড যারা করবে তাদের বিরুদ্ধে এ ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ চলমান থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ায় দুই বাংলাদেশির বিরুদ্ধে সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগ

হরিণের মাংসসহ আটক ৮

যে বিলাসবহুল নেশায় বছরে ৬০ কোটি টাকারও বেশি খরচ করেন হলান্ড

পাটুরিয়ায় ফেরিঘাটে ভাঙন, ৪ নম্বর ঘাটও ঝুঁকিতে

দুই কারণে বাড়ল জ্বালানি তেলের দাম

ত্বকের যত্নে ম্যাজিকের মতো কাজ করে যে ৫ ফল

আপনি কি জানেন, কেন তালার নীচে ছোট্ট ছিদ্র থাকে?

বিয়ের প্রস্তাব দেওয়ার পর জর্জিনাকে কত টাকার উপহার দিয়েছেন রোনালদো?

ফ্রিজে রাখা কাটা পেঁয়াজ কি খাওয়া উচিত, যা বলছেন বিশেষজ্ঞ

লুট হওয়া পাথর বালু ও মাটি দিয়ে আড়ালের চেষ্টা

১০

যেসব দেশে থাকার জন্য টাকা পাওয়া যায়

১১

বিশ্ববাজারে স্বর্ণের দাম এখন কত

১২

ডিএমপিতে অনলাইন জিডি করবেন যেভাবে

১৩

৪ জনের মরদেহ উদ্ধার / ‘আমরা বেঁচে থাকার চেয়ে মরে গেলাম সেই ভালো’ লেখা চিরকুটে আরও যা ছিল

১৪

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার পূর্ণাঙ্গ কমিটি গঠন 

১৫

পানিবন্দি মানুষের বাড়ি বাড়ি গিয়ে খিচুড়ি পৌঁছে দিলেন ইউএনও

১৬

১০৭ বছর বয়সেও চশমা ছাড়া কোরআন পড়েন নুর জাহান

১৭

প্রেম, স্মৃতি আর বিদায়ের গল্পে লিসা-কেনতারো

১৮

গোপালগঞ্জে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

১৯

আমিরের সঙ্গে দিব্যর স্বপ্নময় মুহূর্ত

২০
X