স্ত্রীর মর্যাদার দাবিতে টঙ্গী ৫৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ওমর ফারুকের বাড়িতে অনশন করছেন জান্নাতুল ফেরদৌস নামের এক গৃহবধূ।
শনিবার (২২ জুলাই) দুপুর ১২টা থেকে টঙ্গীর বড়দেওরা পুরাতন মসজিদ রোড এলাকার একটি বাসায় অনশন শুরু করে ওই গৃহবধূ।
ওমর ফারুক টঙ্গী পশ্চিম থানাধীন বড়দেওরা পুরাতন মসজিদ রোড এলাকার শফিকুল ইসলামের ছেলে এবং টঙ্গী ৫৩ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি।
জানা গেছে, ছয় মাস আগে ১০ লাখ টাকার রেজিস্ট্রি কাবিনের মাধ্যমে বিয়ে করে তারা। এরপর তিন মাস পালিয়ে ঘরসংসার করার পর নিখোঁজ হয় ফারুক। অনেক খুঁজাখুঁজির পর স্বামীর সন্ধান পেয়ে শ্বশুর বাড়িতে দেখা করতে আসে।
কিন্তু ফারুকের পরিবারের লোকজন কৌশলে তাকে বাড়ি থেকে বের করে দেয় এবং জান্নাতের ওপর নির্যাতন শুরু করে। এক পর্যায়ে জান্নাত তার জীবন বাঁচাতে ৯৯৯ ফোন করলে টঙ্গী পশ্চিম থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) শরিফ হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়।
পুলিশ, স্থানীয় লোকজন এবং সাংবাদিকরা ঘটনার বিষয় জানতে চাইলে এলাকাবাসী ও জান্নাতের শশুর বাড়ির লোকজন জানান, এই বিষয়টি নিয়ে আগেও থানায় মীমাংসার জন্য বসা হয়েছিল। অতি দ্রুত বিষয়টি মীমাংসা করার জন্য স্থানীয় নেতাদের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।
জান্নাতুল জানান, ছয় মাস আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর একটি বাসা ভাড়া নিয়ে ঘরসংসার শুরু করে তারা। তিন মাস সংসার করার পর স্বামী ফারুক পালিয়ে যায়।
তিনি বলেন, স্বামী ছাড়া তিন মাস থাকার পর কাবিনের ঠিকানা নিয়ে আজ স্বামীর বাড়িতে আসি। স্বামীর দেখা না পেয়ে স্ত্রীর অধিকারের দাবী নিয়ে অনশন শুরু করি। এরপর স্বামীর বাড়ির লোকজন আমাকে মারধর করে। আমি ৯৯৯ ফোন করলে পুলিশ ঘটনাস্থল আসে। কিন্তু আমার কোনো সমাধান হয়নি।
তিনি স্ত্রীর অধিকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাবেন বলে জানান।
এ বিষয়ে জানতে শনিবার সন্ধ্যা সোয়া ৭টায় টঙ্গী পশ্চিম থানার ওসি শাহ আলমের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ঘটনাস্থলে পুলিশ আছে। তদন্ত চলছে। ঘটনা সঠিক পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন