সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কসহ সব রুটে যানবাহনের চাপ কমতে শুরু করেছে। ধীরে ধীরে ফাঁকা হচ্ছে মহাসড়ক।
শনিবার (১৫ জুন) বিকেল থেকে এ মহাসড়কে গাড়ির চাপ কমতে থাকে। এর আগে সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার সব রুটে যানবাহনের অতিরিক্ত চাপ দেখা যায়। দূরপাল্লার বড় বাস ছাড়াও মিনিবাস, পিকআপ, ট্রাক, মাইক্রোবাস, প্রাইভেটকার ও মোটরসাইকেল চেপে ঘরে ফিরতে দেখা যায় হাজার হাজার মানুষকে। গাড়ির লম্বা লাইন থাকলেও তেমন যানজট বা ধীরগতি সৃষ্টি হয়নি।
সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (টিআই) মো. জাফর উল্লাহ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত গাড়ির ব্যাপক চাপ ছিল। বিকেল থেকে মহাসড়কে গাড়ির পরিমাণ কমতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে গাড়ির সংখ্যা একেবারেই কমে যায়। স্বাভাবিক দিনের মতো দু-একটা করে যানবাহন চলাচল করছে। আর গাড়ির চাপ বাড়ার সম্ভাবনা নেই বলে জানান তিনি।
তিনি বলেন, এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত শান্তিপূর্ণ হয়েছে।
মন্তব্য করুন