খুলনার কয়রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নচিত্র তুলে ধরে সাধারণ মানুষের সঙ্গে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আলহাজ ইঞ্জিনিয়ার জিএম মাহবুবুল আলমের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ জুলাই) সকাল ৮টায় কয়রা উপজেলার চাঁদআলী মৎস্য আড়ত, নারাণপুর বাজার, গীলাবাড়ী বাজার, মহেশ্বরীপুর ইউনিয়ন পরিষদ, কুচির মোড়, সাতহালিয়া সাইক্লোন মোড়ে গণসংযোগ করেন তিনি।
পরে তিনি বিকেল ৪টায় কয়রার সদর ইউনিয়নের বাজার ও ফুলতলা বাজারে স্থানীয় নেতাদের নিয়ে পথসভা করেন।
এ সময়ে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কফিল উদ্দীন গাজী, কয়রা সদর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়াদ আলী সরদার, সম্পাদক আলমগির হোসেন খোকন, আমাদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সবুর ঢালী, বাগালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কুদ্দুস সানা, কয়রা উপজেলা যুবলীগের সহসভাপতি জাফরুল পাড়, মন্টু পাড় ও শাহবুদ্দীন মালী, কয়রা উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি সাহেব আলী, মহেশ্বরীপুর ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. গনি আজম, কয়রা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আল আমিন ইসলাম, বাগালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, বাগালি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি কবিদাস বাহাদুর, কয়রা উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অজিয়ার গাজী, মহেশ্বরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৬ নম্বর ওয়ার্ডের সভাপতি আবদুল গণিসহ আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের বিভিন্ন নেতা রাজেন্দ্রনাথ, হরষিদ, ইয়াসিন, নারায়ণ প্রমুখ।
মন্তব্য করুন