দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৪, ০৪:৩২ পিএম
আপডেট : ১৮ জুন ২০২৪, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের রাতে আ.লীগ নেতার বাড়িতে আগুন

আগুনে পুড়ে ছাই হওয়া বসতঘর। ছবি : কালবেলা
আগুনে পুড়ে ছাই হওয়া বসতঘর। ছবি : কালবেলা

ঈদের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক আ.লীগ নেতার বাড়ির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে পরিবারটি নিঃস্ব প্রায়। সব হারিয়ে পরিবারটির ঈদের আনন্দ এখন বিষাদে পরিণত হয়েছে। গভীর রাতে রান্নাঘর থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সোমবার (১৭ জুন) রাত সাড়ে ৩টায় পটুয়াখালীর দুমকি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাজাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত আ.লীগ নেতার নাম বাচ্চু হাওলাদার। তিনি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড আ.লীগের সাধারণ সম্পাদক। এ ছাড়াও তিনি সাবেক ইউপি সদস্য।

অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ফাইটাররা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম এসকান্দার হাওলাদারের ওই বাড়িতে তার ছেলে মাসুদ হাওলাদার বসবাস করে আসছিল। ঈদ উপলক্ষে অন্যান্য ছেলেরাও পরিবার-পরিজন নিয়ে বাড়িতে আসে। রাতে বাড়ির লোকজন ও প্রতিবেশীদের খাওয়া শেষে একটার পরে ঘুমাতে যায় ঘরের লোকজন। রাত সাড়ে ৩টায় আগুনের ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে যায় মাসুদ হাওলাদারের স্ত্রী তাসলিমা বেগমের।

তাসলিমা বেগম জানান, ধোঁয়ার গন্ধে ঘুম ভেঙে গেলে চিৎকার করে সবাইকে উঠায় এবং রান্নাঘর দাউ দাউ করে জ্বলতে দেখেন। এ সময় দ্রুত সবাই এক কাপড়ে ঘর থেকে বের হয়ে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুন বসত ঘরে ছড়িয়ে পড়ে এবং গ্যাস সিলিন্ডারের কারণে আগুনের তীব্রতা বাড়ে এবং সম্পূর্ণ ঘর পুড়ে যায়।

পরিবারের মেজ ছেলে আ.লীগ নেতা বাচ্চু হাওলাদার জানান, রাতে খাবার শেষে বাড়ি থেকে দুমকি উপজেলা সদরের বাসায় ফেরেন। ভোররাতে আগুনের খবর পেয়ে বাড়ি এসে দেখতে পান সবকিছু পুড়ে গেছে। মালামাল ছাড়াও ঘরে থাকা ১৫ মণ মুগডাল, ১০ মণ চালও পুড়ে যায়।

শ্রীরামপুরের সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম মৃধা জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে।

ঘটনাস্থল পরিদর্শন করে দুমকির উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন মাহমুদ বলেন, আমরা যা ধারণা করেছিলাম এখানে আগুনের ভয়াবহতা তার চেয়েও বেশি ছিল। পরিবারটি একেবারে নিঃস্ব হয়ে গেছে। আমাদের পক্ষ থেকে যতটুকু সহযোগিতা সম্ভব সর্বাত্মক দেওয়ার চেষ্টা করব।

এদিকে বিকেলে আগুনে ক্ষতিগ্রস্ত বাড়িটি পরিদর্শন করার কথা রয়েছে স্থানীয় সংসদ সদস্য জাতীয় পার্টির কো-চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদারের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কাজ করছে সরকার’

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সের আগুন এখনো নেভেনি, গ্রেপ্তার ৩

ফ্র্যাঞ্চাইজিরা টাকা না দিলে যে ব্যবস্থা নেবে বিসিবি

‘৯’, ‘২৪’, ‘১০০০’: তারকাদের ছবির ওপর এই সংখ্যার রহস্য কী?

সেনাবাহিনীর অভিযানে নকল সার ও বিষাক্ত রাসায়নিক দ্রব্য জব্দ 

কথা বলতে পারছেন ইলিয়াস কাঞ্চন, জানালেন শারীরিক অবস্থার সর্বশেষ

তরুণ রক্তে কি মিলবে বয়স কমার সূত্র, নতুন গবেষণা যা বলছে

বিশ্ববিদ্যালয় ছাত্রীকে উত্ত্যক্তের ঘটনায় মামলা, অভিযুক্ত গ্রেপ্তার

বিপিএল: তারকা অলরাউন্ডারকে দলে ভিড়িয়ে সিলেটের বড় চমক

‘মালের গাড়ি এসেছে’ বলে ডেকে নিয়ে ধর্ষণ, মিলল চাঞ্চল্যকর তথ্য

১০

সালমান খানের প্রেমে পড়েছিলেন সুস্মিতা

১১

রিয়াল মাদ্রিদের কষ্টার্জিত জয়ের দিন বিধ্বস্ত লিভারপুল

১২

স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

১৩

শীতকালে ফ্রিজের তাপমাত্রা কত রাখবেন?

১৪

মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল টেকনাফ

১৫

কাঁপছে তেঁতুলিয়া, তাপমাত্রা ১৩ ডিগ্রিতে

১৬

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৭

কৃষকের ছদ্মবেশে দুই ডাকাতকে ধরল পুলিশ

১৮

সিএলএম বিভাগে চাকরি দিচ্ছে বিকাশ

১৯

ঢাকায় তাপমাত্রা নেমে ১৭ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি

২০
X