শেরপুর প্রতিনিধি
প্রকাশ : ২১ জুন ২০২৪, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
পুলিশের সোর্স বেদু হত্যার ৩ বছর

দোষ স্বীকার করে রাজসাক্ষী দিলেও মিলছে না বিচার

পুলিশের সোর্স আব্দুল মান্নান বেদু। ছবি : সংগৃহীত
পুলিশের সোর্স আব্দুল মান্নান বেদু। ছবি : সংগৃহীত

শেরপুরের আলোচিত পুলিশের সোর্স আব্দুল মান্নান বেদু নিখোঁজের তিন বছর পার হলেও মিলেনি তার সন্ধান। ২০২১ সালের ১৪ মার্চ নিখোঁজ হলেও আইনশৃঙ্খলা বাহিনী এখনো জীবিত বা মৃত সন্ধান করতে পারেনি তাকে।

অপরদিকে তার পরিবারের দাবি, এলাকার চিহ্নিত মাদক কারবারিদের তথ্য দিয়ে বার বার পুলিশকে ধরিয়ে দেওয়ায় হত্যাকাণ্ডের স্বীকার হয়েছেন বেদু।

সেই মাদক কারবারিদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ায় বেদু হত্যায় অংশ নেওয়া কছিম উদ্দিন নামের এক ব্যক্তি তার দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়ে ঘটনার বর্ণনা করেছেন স্থানীয়দের কাছে। তার দেওয়া স্বীকারোক্তিমূলক ভিডিও ও বেশকিছু অডিও ক্লিপ ঘুরছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ঘটনা ফাঁস করে দেওয়ার সেই মাদক কারবারিরা কছিম উদ্দিনকেও করেছে হত্যার পরিকল্পনা।

এ ঘটনায় তিনজনকে আটক করে আদালতে প্রেরণ করলেও কোনো মামলাই নেয়নি পুলিশ। পরে নিখোঁজ বেদুর ছেলে মো. শফিকুল ইসলাম বাদী হয়ে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি শেরপুর বিজ্ঞ সি আর কগনিজেন্স কোর্টে ৯ জনকে আসামি করে মামলা করেন। বর্তমানে মামলাটি পিবিআইয়ের তদন্তাধীন থাকলেও মামলার রাজসাক্ষী কছিম উদ্দিনের জবানবন্দি গ্রহণে নেওয়া হচ্ছে না আদালতে। এই সুযোগে চক্রটি নানা চাপ ও হত্যার মতো হুমকি দিচ্ছে কছিম উদ্দিনকে। তবে পিবিআইয়ের দাবি, মামলাটি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা এলাকার চিহ্নিত মাদক সেবন, ক্রয়-বিক্রয় ও সরবরাহে জড়িত। অপরদিকে নিখোঁজ আব্দুল মান্নান বেদু পুলিশের সোর্স ছিলেন। মামলার প্রধান আসামি খোকা শিকদার সদর উপজেলার ভাতশালা ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি মাদক মামলায় কয়েকবার পুলিশের কাছে আটক হয়ে হাজতে যান। এরপর থেকেই তাকে হত্যার গভীর ষড়যন্ত্র করে চক্রটি। কয়েকবার তাকে হত্যার পরিকল্পনা করেও ব্যর্থ হয়। এক পর্যায়ে ২০২১ সালের ১৪ মার্চ রফিক নামের এক ব্যক্তি তাকে ডেকে নিয়ে সংঘবব্ধভাবে হত্যা করে।

এ ঘটনায় ২০২১ সালের ২০ মার্চ তার স্ত্রী সবুজা বেগম শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তদন্তে আর কোনো অগ্রগতি নেই। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বেদু হত্যার বিষয়ে একটি ভিডিও ও কিছু অডিও ভাইরাল হওয়ার পর ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি একই গ্রামের ছামির উদ্দিনের ছেলে মো. কছিম উদ্দিন (৩৭), মৃত হোসেন আলীর ছেলে খোকা মেম্বার (৪৮), খোকা মেম্বারের ছেলে মো. ইসরাফিল সম্রাটকে (২৭) জড়িত সন্দেহে সদর থানার পুলিশ ৫৪ ধারায় আটক করে আদালতে প্রেরণ করলে আদালত জেলহাজতে পাঠায়।

মামলার বাদী শফিকুল ইসলাম বলেন, পূর্বশত্রুতার জের ধরে আমার বাবাকে হত্যা করেছে চিহ্নিত মাদককারবারিরা। হত্যাকাণ্ডে অংশ নেওয়া একজনের স্বীকারোক্তিমূলক বক্তব্য ও ঘটনার বর্ণনা করা গোপন রেকর্ড ফাঁস হওয়ার পর ঘটনার রহস্য উন্মোচন হয়। পুলিশ মামলা না নেওয়ায় এবং দীর্ঘ সময় অতিবাহিত করায় তারা মরদেহ অন্যত্র সরিয়ে নিয়েছে। পরে বাধ্য হয়ে আমি বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি। পিবিআইয়ের দপ্তরে গিয়ে রাজসাক্ষীকে বার বার ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেও তাকে কেনো আদালতের সামনে নিয়ে জবানবন্দি নেওয়া হচ্ছে না, এটা আমার বোধগম্য নয়। আমার পিতার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

রাজসাক্ষী কছিম উদ্দিন বলেন, আমাকে টাকার লোভ দেখিয়েছিল। তাই লোভে আমি তাদের সঙ্গে হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলাম। বেদুকে গলায় ফাঁস দেওয়ার সময় তাদের নির্দেশে আমি তার পা ধরে রেখেছিলাম। স্থানীয় এক জনপ্রতিনিধির ছেলে আমাকে দিয়ে ভয় দেখিয়ে একটি মিথ্যা বয়ান মোবাইলে রেকর্ডও করিয়ে নিয়েছে, যেন ঘটনাকে আড়াল করা যায়। আমি ঘটনার বর্ণনা পুলিশ ও এলাকাবাসীকে দিয়েছি। আমি ভুল করেছি এর জন্য আমি শাস্তি পেতে রাজি আছি। তবে আমি সবার বিচার চাই।

এ বিষয়ে ভাতশালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুন নাহার বলেন, বেদু পুলিশের সোর্স ছিল। মামলার অভিযুক্ত খোকা মেম্বার আমার ইউনিয়ন পরিষদের সদস্য। তিনি মাদক কারবারের সঙ্গে জড়িত এবং মাদকসহ কয়েকবার তিনি পুলিশের কাছে ধরা পড়েছেন। তার জের ধরে বেদুর সঙ্গে ঝামেলা চলছিল।

এ ব্যাপারে মামলার আইনজীবী অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল জানান, হত্যাকাণ্ডে জড়িত মূল আসামিদের আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণ করালে হত্যা রহস্যের প্রকৃত ঘটনা উদঘাটন হবে। এ ছাড়াও ভাইরাল হওয়া ভিডিও এবং অডিও রেকর্ডে হত্যাকাণ্ডের বিষয়ে স্পষ্ট তথ্য আছে।

শেরপুর সদর থানার ওসি এমদাদুল হক বলেন, আমরা ঘটনা তদন্তে অভিযোগে উল্লিখিত স্থানে ভেকু দিয়ে মাটি খনন করে মরদেহ উদ্ধারের চেষ্টা করেছি। কিন্তু সে স্থানে মরদেহের হদিস পাওয়া যায়নি। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করছে। এ ব্যাপারে পিবিআই তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করবে।

এ ব্যাপারে জামালপুরের পিবিআই পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন বলেন, এটা একটি কোর্ট পিটিশন মামলা। আমাদের কাছে মামলাটি আসার পর আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি। শিগগিরই আমরা এই মামলার রহস্য উদঘাটন করতে পারব।

এ ঘটনার ব্যাপারে অভিযুক্ত প্রধান আসামি খোকা মেম্বার ও তার ভাই মো. খলিল বলেন, আমরা এর সঙ্গে জড়িত নই। আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালের রাজা হ্যান্সি ফ্লিক

মনোনয়ন বাতিল চেয়ে ইসিতে হাসনাত-মঞ্জুরুলের পাল্টা আবেদন

মিয়ানমার সীমান্তের ওপারে ফের গোলাগুলি, সতর্ক অবস্থানে বিজিবি

খালেদা জিয়ার মৃত্যুতে ফিফা সভাপতির গভীর শোক

ইরানে বিক্ষোভ কেন, সরকার কি পতনের মুখে?

ট্রাম্পকে হুমকি দিয়ে মার্কিন হামলার আশঙ্কায় কলম্বিয়ার প্রেসিডেন্ট

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হলেন নাজিমুদ্দিন

অস্ত্র ও হেরোইনসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার 

বিগ ব্যাশে আবারও রিশাদের জাদু

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই : ট্রাম্প

১০

৭ বছর পর নগরবাসীর জন্য খুলল ফার্মগেটের আনোয়ারা উদ্যান

১১

এবার যুবদল কর্মীকে হত্যা

১২

সহজ ম্যাচ জটিল করে শেষ বলে জয় চট্টগ্রামের

১৩

মার্কেট থেকে ফুটপাতে শীতের আমেজ, স্বস্তিতে বিক্রেতারাও

১৪

হেঁটে অফিসে গেলেন তারেক রহমান

১৫

খালেদা জিয়ার কবর জিয়ারত জকসুর ছাত্রদল সমর্থিত প্যানেলের

১৬

জকসু ও হল সংসদের নবনির্বাচিতদের নিয়ে প্রজ্ঞাপন

১৭

মুসাব্বিরের পরিবারের সঙ্গে কথা বলে সালাহউদ্দিন আহমদের বার্তা

১৮

ট্রাম্পকেও পতনের মুখে পড়তে হবে : হুঁশিয়ারি খামেনির

১৯

গুলির মুখে বুক পেতে দিচ্ছেন ইরানিরা, রক্তে লাল রাজপথ

২০
X