চট্টগ্রামের কালুরঘাটে কর্ণফুলী নদীতে ফেরির সঙ্গে নৌকার ধাক্কা লেগে দুই যাত্রী ছিটকে পড়েন। একজনকে জীবিত উদ্ধার করা হলেও নিখোঁজ রয়েছেন একজন।
শনিবার (২২ জুন) বিকেল পৌনে ৬টার দিকে কালুরঘাটের পূর্ব পাড় থেকে পশ্চিম পাড়ে আসার সময় এ দুর্ঘটনা ঘটে।
কালুরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা বাহার উদ্দিন কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বোয়ালখালী থেকে চট্টগ্রাম আসার সময় ফেরির সঙ্গে একটি নৌকার সংঘর্ষ হয়। এ সময় নৌকার দুজন ফেরির নিচে পড়ে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একজনকে উদ্ধার করা হয়েছে। আরও একজন নিখোঁজ। তাকে উদ্ধারে আমরা চেষ্টা করছি।
তিনি বলেন, ঘটনাস্থলে কালুরঘাট ফায়ার স্টেশনের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। ডুবুরি দল চাওয়া হয়েছে। এরই মধ্যে আগ্রাবাদ স্টেশন থেকে একটি ডুবুরি দল সেখানে রওনা হয়েছে।
মন্তব্য করুন