লালমনিরহাট সদর উপজেলায় জমিসংক্রান্ত বিরোধের জেরে সালিশ বৈঠকে সংঘর্ষে দুই পরিবারের সদস্যদের মধ্যে ৭ জন আহত হয়েছেন। সোমবার বিকেলে উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের দক্ষিণ হাড়ীভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত পরিবারের সদস্যরা হলেন, সুলতান হোসেন (৫৫), মালেকা বেগম (৪৫), আ. মালেক (২৮) ও হেলালী বেগম (২৩)। আহত অন্য পরিবারের সদস্যরা হলেন, শরিফুল ইসলাম (২৭), শাহ আলম (৩৫), সাদ্দাম (৩০), নুর মোহাম্মদ (৬২)। আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধ চলছিল সুলতান ও তাঁর ভাই নুর মোহাম্মদ এর মধ্যে। সুলতান, বকুলের কিছু জমি নুর মোহাম্মদ ভোগদখল করায় বিবাদের সৃষ্টি হয়। ঘটনার দিন সালিশ চলাকালে উভয়ের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পরিবারের সদস্যরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুই পরিবারের অন্তত সাতজন আহত হয়।
লালমনিরহাট সদর থানার ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন