মনজু বিজয় চৌধুরী, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ : ২৬ জুন ২০২৪, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

শ্রীমঙ্গলে চা শ্রমিকদের মধ্যে নারীরা বেশি স্বাস্থ্যঝুঁকিতে

প্রজনন স্বাস্থ্য অধিকার এবং আইনি অধিকার অর্জনে বাংলাদেশের চা শ্রমিকের জীবন দক্ষতা বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠান। ছবি : কালবেলা
প্রজনন স্বাস্থ্য অধিকার এবং আইনি অধিকার অর্জনে বাংলাদেশের চা শ্রমিকের জীবন দক্ষতা বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠান। ছবি : কালবেলা

দেশের চা শ্রমিকদের মধ্যে নারীরা বেশি স্বাস্থ্যঝুঁকিতে রয়েছেন। কারণ পাতা তোলা শ্রমিকদের মধ্যে ৯৫ শতাংশের মতো কর্মী নারীরা। এদেরই করতে হয় চা শিল্পের সবচেয়ে কষ্টের কাজ। পাতা তোলার কাজে প্রতিদিন সেকশনে পৌঁছাতে ও বাড়ি ফিরতে তাদের ১০ কিলোমিটার পর্যন্ত হাঁটতে হয়। পাতা তুলতে হয় সারাদিন দাঁড়িয়ে। একটা সময় পাতা তুলতে তুলতে তৃষ্ণার্ত হয়ে পড়েন। কর্মস্থলে শৌচাগার ও প্রক্ষালন কক্ষের সংখ্যাও হাতেগোনা। দুপুরে খাবার খেতে হয় খোলা জায়গায়। আর তারা যে খাবার খান তাও পুষ্টিকর নয়।

বেসরকারি এনজিও সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড) এর চা শ্রমিকদের নিয়ে করা গবেষণামূলক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বুধবার (২৬ জুন) শ্রীমঙ্গলের ব্র্যাক লার্নিং সেন্টার অডিটোরিয়ামে সেড আয়োজিত প্রজনন স্বাস্থ্য অধিকার এবং আইনি অধিকার অর্জনে বাংলাদেশের চা শ্রমিকের জীবন দক্ষতা বৃদ্ধি শীর্ষক অনুষ্ঠানে এমন তথ্য তুলে ধরা হয়।

সেড এর পরিচালক মি. ফিলিপ গাইনের সঞ্চালনায় দিনব্যাপী প্রশিক্ষণে প্রশিক্ষক ও রিসোর্স পারসন হিসেবে ছিলেন সেড এর গবেষক ফাহমিদা আফরোজ নাদিয়া, নাজদিক কর্মকর্তা কাত্তিয়ানি চান্দোলা, চা শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রামভজন কৈরি, চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকার, মৌলভীবাজারের সাবেক সিভিল সার্জন ডা. সত্যকাম চক্রবর্তী ও বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাহিদুল ইসলামসহ মোট ১৪ জন প্রশিক্ষক ও রিসোর্স পারসন।

প্রজনন স্বাস্থ্য অধিকার শীর্ষক প্রশিক্ষণে চা শ্রমিক পরিবারে বেড়ে উঠা শিক্ষার্থী, পঞ্চায়েত সদস্যসহ জেলার ১৩টি বাগানের মোট ৩৯ জন প্রতিনিধি প্রশিক্ষণার্থী হিসেবে অংশ নেন। এ ছাড়াও ওই প্রশিক্ষণে বিভিন্ন ইলেক্ট্রনিক ও জাতীয় দৈনিকে কর্মরত ১০ জন সাংবাদিকও অংশ নেন।

প্রশিক্ষণ চলাকালীন সময়ে সাংবাদিক-প্রশিক্ষণার্থীদের মাঝে ফিলিপ গাইন এর গবেষণামূলক ৪ ফর্মার ‘চা বাগানে নারীর সুরক্ষায় প্রজনন স্বাস্থ্য অধিকার’ বিষয়ক তথ্য সমৃদ্ধ বই তুলে দেওয়া হয়। বইটিতে চা বাগানে যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার, গর্ভবতী মায়ের পরিচর্যা এবং চা বাগানের প্রত্যন্ত লেবার লাইনের এক দরিদ্র মায়ের গর্ভপাতসহ চা বাগানের প্রজনন স্বাস্থ্যসেবা নিয়ে বিস্তর গবেষণামূলক অনেক গুরুত্বপূর্ণ তথ্য স্থান পেয়েছে।

প্রশিক্ষণের প্রথম সেশনে সেড এর পরিচালক ফিলিপ গাইনের আলোচনার উপর মতামত পর্বে মতামত ব্যক্ত করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতা ও কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান। তিনি বলেন, চা বাগানে মায়েদের প্রজনন স্বাস্থ্যসেবার ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা তারা কাজ বাদ দিয়ে বাইরে স্বাস্থ্যসেবা নিতে পারেন না। এক্ষেত্রে বাগানেই প্রজনন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই হত্যার দুই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

রাবিতে ছাদখোলা বাসে বিপিএলের ট্রফি হাতে শান্ত-মুশফিক

বিশ্বকাপে অংশগ্রহণের অনুমতি পাচ্ছে না পাকিস্তান!

সাতক্ষীরায় অজ্ঞাত মরদেহ উদ্ধার

কেন উত্তর দিকে মাথা রেখে ঘুমানো মানা

প্রাথমিক শিক্ষক নিয়োগে যেসব জেলার মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ

বিএনপির প্রার্থী মঞ্জুরুলের আপিলের শুনানি পেছাল

বিএনপির আরও ২ নেতা বহিষ্কার

আগামী ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি

আমি প্রেম করছি: বাঁধন

১০

ফিলিপাইনে ফেরিডুবির ঘটনায় মৃত্যু বেড়ে ১৮

১১

ঢাকা-১৮ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর ওপর হামলা, এনসিপির নিন্দা

১২

নৌকা থাকলে গণতান্ত্রিক অবস্থা বিরাজ করত : মির্জা ফখরুল

১৩

যুক্তরাষ্ট্রে ৮ আরোহী নিয়ে ব্যক্তিগত জেট বিমান বিধ্বস্ত

১৪

ভারী খাবারের পর মিষ্টি নাকি টক দই ভালো

১৫

‘পদ্মশ্রী’ সম্মান পেলেন প্রসেনজিৎ-মাধবন

১৬

সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে : তুলি

১৭

৪ পুলিশ সদস্যের সাজায় অসন্তুষ্ট প্রসিকিউশন, আপিলের সিদ্ধান্ত

১৮

মোংলায় ৩ শতাধিক হিন্দু-খ্রিস্টানের বিএনপিতে যোগদান

১৯

সাত বছরের সাবিহা বাঁচতে চায়

২০
X