আমাদের চারপাশের প্রকৃতিতে জন্মানো গাছ, উদ্ভিদ ও লতা আমাদের নানা উপকারে আসছে। এগুলোর মধ্যে অনেককিছুই প্রাচীনকাল থেকেই মানবদেহের নানা রোগে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। ভেষজ গুণেভরা এমনই এক উদ্ভিদ দীপ্ত লুচি পাতা। বহুকাল আগে থেকেই এই উদ্ভিদ মানবদেহের নানা রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
তবে সময়ের আধুনিকায়ন, বনানী স্বল্পতা ও এলোপ্যাথি চিকিৎসার অভূতপূর্ব প্রসারের ফলে ভেষজ চিকিৎসায় ভাটা পড়ায় দিন দিনই বিলুপ্তির হুমকিতে পড়ছে দীপ্ত লুচি পাতা।
জানা গেছে, দীপ্ত লুচি পাতা বা পেপেরোমিয়া উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম Peperomia pellucida। এর ইংরেজি নাম Pepper elder। এটি Piperaceae পরিবারের একটি গুল্মজাতীয় সপুষ্পক উদ্ভিদ। এই উদ্ভিদ ১৫ থেকে ৪৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই উদ্ভিদ কম আলোযুক্ত স্যাঁতসেঁতে স্থানে জন্মে।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় প্রবীণ বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় এ উপজেলার পতিত জমি ও বাড়ি ঘরের আঙিনায় যতটা দীপ্ত লুচি পাতা গাছ দেখা যেত দিন দিন এর সংখ্যা কমে আসছে। এখন আর আগের মতো যত্রতত্র এ উদ্ভিদটি চোখে পড়ে না। আধুনিক চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছার আগে এ ধরনের ঔষধি উদ্ভিদ দিয়েই মানুষের নানা রোগের চিকিৎসা করা হতো। ঔষধি উদ্ভিদের প্রতি কদর কমে যাওয়ায় ও অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের ফলে দীপ্ত লুচি পাতাসহ বিভিন্ন প্রজাতির ঔষধি উদ্ভিদ প্রকৃতি থেকে হারাতে বসেছে।
আয়ুর্বেদ শাস্ত্র বলছে, দীপ্ত লুচি পাতা একটি ভেষজ উদ্ভিদ। এর রয়েছে অসামান্য ঔষধি গুণ। প্রাচীনকাল থেকেই এটি ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। এই উদ্ভিদের পাতা ঠাণ্ডাজনিত অসুখ নিরাময়ে খুব উপকারী। মানবদেহের যেকোনো ব্যথায় উপশম হিসেবে এই উদ্ভিদ বেশ কার্যকর। মানসিক অবসাদ ও উত্তেজনা নিয়ন্ত্রণে এ উদ্ভিদের পাতার রসের ভূমিকা রয়েছে। এছাড়াও মানবদেহের নানা রোগ নিরাময়ে বহুকাল আগে থেকে এ উদ্ভিদের ব্যবহার হয়ে আসছে।
এ উদ্ভিদের উপকারিতার বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, দীপ্ত লুচি পাতা একটি ঔষধি উদ্ভিদ। এ উদ্ভিদটি নরম হয়ে থাকে। সাধারণত এ উদ্ভিদ স্যাঁতসেঁতে পরিবেশে জন্মে থাকে। এটি মানুষের নানা রোগে ব্যবহৃত হয়ে আসছে। প্রদাহ সারাতে ও খিঁচুনি রোগ প্রতিরোধে এই উদ্ভিদের ভূমিকা অনস্বীকার্য।
তিনি বলেন, দীপ্ত লুচি পাতাসহ এ ধরনের ঔষধি উদ্ভিদগুলো দিন দিন প্রকৃতি থেকে কমে যাচ্ছে। এতে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ উদ্ভিদ, গাছ ও লতা। ফলে আগামী প্রজন্ম এসব ঔষধি উদ্ভিদ, গাছ ও লতার উপকার থেকে বঞ্চিত হবে। প্রত্যেকের অবস্থান থেকে নিরলসভাবে চেষ্টা করে এসব ঔষধি গাছ রক্ষা করতে হবে।
মন্তব্য করুন