মঙ্গলবার, ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৮ ভাদ্র ১৪৩২
আতাউর রহমান, ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৪, ১১:০০ এএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় বিলুপ্তির হুমকিতে ঔষধি উদ্ভিদ দীপ্ত লুচি পাতা

দীপ্ত লুচি পাতা। ছবি : কালবেলা
দীপ্ত লুচি পাতা। ছবি : কালবেলা

আমাদের চারপাশের প্রকৃতিতে জন্মানো গাছ, উদ্ভিদ ও লতা আমাদের নানা উপকারে আসছে। এগুলোর মধ্যে অনেককিছুই প্রাচীনকাল থেকেই মানবদেহের নানা রোগে ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার হয়ে আসছে। ভেষজ গুণেভরা এমনই এক উদ্ভিদ দীপ্ত লুচি পাতা। বহুকাল আগে থেকেই এই উদ্ভিদ মানবদেহের নানা রোগ নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তবে সময়ের আধুনিকায়ন, বনানী স্বল্পতা ও এলোপ্যাথি চিকিৎসার অভূতপূর্ব প্রসারের ফলে ভেষজ চিকিৎসায় ভাটা পড়ায় দিন দিনই বিলুপ্তির হুমকিতে পড়ছে দীপ্ত লুচি পাতা।

জানা গেছে, দীপ্ত লুচি পাতা বা পেপেরোমিয়া উদ্ভিদটির বৈজ্ঞানিক নাম Peperomia pellucida। এর ইংরেজি নাম Pepper elder। এটি Piperaceae পরিবারের একটি গুল্মজাতীয় সপুষ্পক উদ্ভিদ। এই উদ্ভিদ ১৫ থেকে ৪৫ সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। এই উদ্ভিদ কম আলোযুক্ত স্যাঁতসেঁতে স্থানে জন্মে।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে স্থানীয় প্রবীণ বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, একসময় এ উপজেলার পতিত জমি ও বাড়ি ঘরের আঙিনায় যতটা দীপ্ত লুচি পাতা গাছ দেখা যেত দিন দিন এর সংখ্যা কমে আসছে। এখন আর আগের মতো যত্রতত্র এ উদ্ভিদটি চোখে পড়ে না। আধুনিক চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছার আগে এ ধরনের ঔষধি উদ্ভিদ দিয়েই মানুষের নানা রোগের চিকিৎসা করা হতো। ঔষধি উদ্ভিদের প্রতি কদর কমে যাওয়ায় ও অপরিকল্পিতভাবে বাড়িঘর নির্মাণের ফলে দীপ্ত লুচি পাতাসহ বিভিন্ন প্রজাতির ঔষধি উদ্ভিদ প্রকৃতি থেকে হারাতে বসেছে।

আয়ুর্বেদ শাস্ত্র বলছে, দীপ্ত লুচি পাতা একটি ভেষজ উদ্ভিদ। এর রয়েছে অসামান্য ঔষধি গুণ। প্রাচীনকাল থেকেই এটি ভেষজ ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়ে আসছে। এই উদ্ভিদের পাতা ঠাণ্ডাজনিত অসুখ নিরাময়ে খুব উপকারী। মানবদেহের যেকোনো ব্যথায় উপশম হিসেবে এই উদ্ভিদ বেশ কার্যকর। মানসিক অবসাদ ও উত্তেজনা নিয়ন্ত্রণে এ উদ্ভিদের পাতার রসের ভূমিকা রয়েছে। এছাড়াও মানবদেহের নানা রোগ নিরাময়ে বহুকাল আগে থেকে এ উদ্ভিদের ব্যবহার হয়ে আসছে।

এ উদ্ভিদের উপকারিতার বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউনানি চিকিৎসক ডা. সোহেল রানা কালবেলাকে বলেন, দীপ্ত লুচি পাতা একটি ঔষধি উদ্ভিদ। এ উদ্ভিদটি নরম হয়ে থাকে। সাধারণত এ উদ্ভিদ স্যাঁতসেঁতে পরিবেশে জন্মে থাকে। এটি মানুষের নানা রোগে ব্যবহৃত হয়ে আসছে। প্রদাহ সারাতে ও খিঁচুনি রোগ প্রতিরোধে এই উদ্ভিদের ভূমিকা অনস্বীকার্য।

তিনি বলেন, দীপ্ত লুচি পাতাসহ এ ধরনের ঔষধি উদ্ভিদগুলো দিন দিন প্রকৃতি থেকে কমে যাচ্ছে। এতে প্রকৃতি থেকে হারিয়ে যাচ্ছে ঔষধি গুণাগুণ সমৃদ্ধ উদ্ভিদ, গাছ ও লতা। ফলে আগামী প্রজন্ম এসব ঔষধি উদ্ভিদ, গাছ ও লতার উপকার থেকে বঞ্চিত হবে। প্রত্যেকের অবস্থান থেকে নিরলসভাবে চেষ্টা করে এসব ঔষধি গাছ রক্ষা করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বদলীয় বৈঠক শেষে ফেরার পথে জাগপা সভাপতিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম

আদাবরে পুলিশের ওপর কিশোর গ্যাংয়ের হামলা

নাটোরে ডা. আমিরুলকে হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি ড্যাবের

গাজীপুরের কমিশনারের দায়িত্ব থেকে সরানো হলো নাজমুল করিমকে

একাত্তরে ভুল করেছেন, এখনো ভুলের রাজনীতিতে আছেন : টুকু

দুই কিংবদন্তি অলরাউন্ডার সাকিব ও সিকান্দারকে ‘এক’ করলেন জুলফিকার!

বিএনপিকে এনসিপির শুভেচ্ছা / ‘আমরা তর্কবিতর্ক করব কিন্তু পারস্পরিক সৌহার্দ্য থাকবে’

পুরো সেপ্টেম্বরের পূর্বাভাস জানাল আবহাওয়া অফিস

নদীতে জাল ফেলা নিয়ে দ্বন্দ্বে হামলা, জেলের মৃত্যু

ক্ষমা চাইলেন রিটকারীকে ধর্ষণের হুমকি দেওয়া সেই শিক্ষার্থী

১০

আহত চবি শিক্ষার্থীদের দেখতে চমেকে শাহজাহান চৌধুরী

১১

জাঁকজমক আয়োজনে রুয়েটে বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

১২

দায়িত্ব পালনকালে পুলিশ কর্মকর্তার মৃত্যু

১৩

বাঁকখালী নদী উদ্ধারে উচ্ছেদ অভিযান শুরু

১৪

আনাসসহ সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিএফইউজে-ডিইউজের নিন্দা 

১৫

ক্যানসারে আক্রান্ত সাংবাদিক মেহেদী বাঁচতে চান

১৬

বুকে রড ঢুকিয়ে যুবককে হত্যা

১৭

মব সংস্কৃতির অবসান ঘটাতে হবে : বুলু

১৮

ইসরায়েলের তেলবাহী ট্যাংকারে ইয়েমেনের ক্ষেপণাস্ত্র হামলা

১৯

নিরবচ্ছিন্ন পানি সরবরাহে ওয়াসাকে আহ্বান চসিক মেয়রের

২০
X