আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।
এদিন আসামি মঞ্জুকে আদালতে হাজির করা হয়। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ। অন্যদিকে আসামিপক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে গত ২১ জুলাই রাজধানীর ধানমন্ডি থানায় উপপরিদর্শক মো. কামরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৩০০/৪০০ দুষ্কৃতকারীকে আসামি করা হয়। এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে মঞ্জুকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী।
মন্তব্য করুন