ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে জামিনের বিষয়ে আজ রোববার কোনো শুনানি হবে না বলে সিদ্ধান্ত হয়েছে। এসব আবেদনের ওপর আগামীকাল সোমবার শুনানি অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে ঢাকার সিএমএম আদালতের নাজির রেজোয়ান খন্দকার বলেন, সিএমএম আদালতের বিচার কার্যক্রম বন্ধ রয়েছে। কখন কার্যক্রম শুরু হবে এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। তবে আজকে কোন জামিন শুনানি হবে না। এসব জামিন শুনানি আগামীকাল অনুষ্ঠিত হবে।
সুপ্রিমকোর্টের আইনজীবী সরদার হুমায়ুন কবীর বলেন, বনানী থানার মামলায় গ্রেপ্তার শিক্ষার্থী অপুর মোল্লার জামিন চেয়ে আবেদন করেছিলাম। কিন্তু আজকে শুনানি হবে না বলে আদালত থেকে জানানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত জানানো হয়েছে।
মন্তব্য করুন