শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ১২:২১ এএম
অনলাইন সংস্করণ
মানিকগঞ্জে উমা দেবী হত্যা

ফাঁসির দণ্ডপ্রাপ্ত ৪ আসামি হাইকোর্টে খালাস

হাইকোর্ট। ছবি : সংগৃহীত
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

মানিকগঞ্জের সিংগাইরে উমা দেবী (৭০) হত্যা মামলায় অধঃস্তন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির মধ্যে চারজনকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

খালাসপ্রাপ্ত আসামিরা হলেন, মো. ইসহাক ভূঁইয়া, ইমান আলী ফকির, বাচ্চু, মো. শহিদুল ইসলাম। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর আসামি পলাতক নান্নু মিয়ার সাজা কমিয়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

এ হত্যা মামলার ডেথ রেফারেন্স খারিজ করে এবং আসামিদের আপিল মঞ্জুর করে বৃহস্পতিবার বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা ও সৈয়দা ফারাহ হেলাল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

আদেশের বিষয়টি নিশ্চিত করে আইনজীবী হেলাল উদ্দিন মোল্লা বলেন, এ ঘটনায় কোন প্রত্যক্ষদর্শী সাক্ষী নেই। আসামিদের স্বীকারোমূলক জবানবন্দি দিলেও সেখানে ডাকাতির ঘটনা উল্লেখ নেই। কিন্তু মামলার বাদী ডাকাতির ঘটনায় স্বর্নালংকার লুট এরপর হত্যার ঘটনা ঘটেছে বলে উল্লেখ করেছেন। অন্যদিকে বাদীর অভিযোগ আমলে নিয়ে মামলাটির তদন্ত কর্মকর্তারা কোন স্বর্নালংকার উদ্ধার করতে পারেনি। এ ছাড়া তদন্তকারী দুই কর্মকর্তা আদালতে সাক্ষ্য দিতেও আসেনি। এ মামলার তদন্তে বিস্তর ত্রুটি-বিচ্যুতি রয়েছে।

আইনজীবী আরও বলেন, তদন্ত কর্মকর্তার ত্রুটিপূর্ণ তদন্ত এবং অবহেলায় কারণেই আসামিরা খালাস পেয়েছেন। তা না হলে মামলায় এ রকম পরিণতি হতো না।

তবে ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী বলেন, ৭০ বছর বয়সী বৃদ্ধা উমা দেবীকে হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামিকে খালাস এবং একজনের দণ্ড কমে যাবজ্জীবন হওয়ায় আমরা অসন্তুষ্ট। আমরা এই রায়ের বিরুদ্ধে আপিল করব।

মামলার এজাহারে সূত্রে জানা হয়, মানিকগঞ্জের সিংগাইর পৌরসভায় ছানোয়ারের বাড়িতে ভাড়াটিয়া থাকা অবস্থায় ২০১০ সালের ৯ আগস্ট সুবোধ চক্রবর্তীর স্ত্রী উমা দেবীকে (৭০) হত্যা করা হয়েছে। তাকে পা দুটি গামছা দিয়া বেঁধে, গলায় লুঙ্গি দিয়া পেঁচিয়ে এবং শরীরের বিভিন্ন জায়গায় জখম করে অজ্ঞাতনামা আসামিরা তাকে হত্যা করেছে বলে এজাহারে উল্লেখ করা হয়‌। এ ঘটনার পরদিন ২০১০ সালের ১০ আগস্ট উমা দেবীর ছেলে মানবেন্দ্র চক্রবর্তী বাদী হয়ে সিংগাইর থানায় এজাহার দায়ের করেন।

পরে পুলিশ এ ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করে এবং তাদের আসামি করে আদালতে প্রেরণ করেন। পরবর্তীতে আসামিরা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপর ২০১১ সালের ২৭ সেপ্টেম্বর মানিকগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তিন তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। এরপর আদালত অভিযোগ গঠন করেন।

পরবর্তীতে মামলার সাক্ষ্যগ্রহণ ও যুক্তিতর্ক শেষে ২০১৭ সালের ৬ জুন পাঁচ আসামির প্রত্যেকে মৃত্যুদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা করে রায় দেন।

এরপর আসামিদের মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হিসেবে মামলাটি হাইকোর্টে আসে। অন্যদিকে আসামিরা জেল আপিল এবং আপিল দায়ের করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১০

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১১

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১২

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৩

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৪

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৫

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৬

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৭

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৮

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৯

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

২০
X