কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কত টাকার সম্পদ আছে, আদালতকে জানালেন দীপু মনি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাকে গ্রেপ্তার দেখান।

এদিন দুপুরে কড়া পুলিশি নিরাপত্তায় দীপু মনিকে আদালতের এজলাসে তোলা হয়। এরপর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে নিজের বেশি সম্পদের তথ্য শুনে বিব্রত হয়ে দীপু মনি বলেন, ‘যত সম্পদ দেখানো হচ্ছে, তা তো আমার না। আমার সব মিলিয়ে ছয় থেকে সাত কোটি টাকার সম্পদ হবে।’

দীপু মনি বিচারককে উদ্দেশ করে বলেন, ‘আমি নিয়মিত করদাতা। আমার রিটার্নে সম্পত্তির সব বিবরণ রয়েছে। তবে আমার যে ২৮টি অ্যাকাউন্ট দেখানো হচ্ছে, সেগুলো তো আমি জানি না। আমার জানামতে, ছয়টি অ্যাকাউন্ট আছে। যত সম্পদ দেখানো হচ্ছে, তা তো আমার না।’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমার সব মিলিয়ে ছয় থেকে সাত কোটি টাকার সম্পদ হবে। এত সম্পদ অসম্ভব। আমি জানতে চাই, কোন তথ্যের ভিত্তিতে এতো সম্পদ দেখানো হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমি কোনো তথ্য-উপাত্ত পাচ্ছি না। তথ্য ছাড়া তো মামলা মোকাবিলায় আমার কোনো শক্তি নেই। গত ১১ মাস জেলে রয়েছি। মাত্র দুদিন আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তা ছাড়া জেলে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাইনি।’

পরে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর পুলিশ সদস্যরা তাকে হেলমেট পরিয়ে দেন। এর কিছুক্ষণ পর পুলিশ প্রহরায় তাকে হাজতখানায় নেওয়া হয়। তখন তিনি নিশ্চুপ ছিলেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দীপু মনি ও তার স্বামী তৌফীক নাওয়াজের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় দীপু মনির বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নামে পরিচালিত বিভিন্ন ব্যাংকের ২৮টি হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকা লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।

তৌফীক নাওয়াজের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ এক কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেছেন বলে এজাহারে বলা হয়েছে।

বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩৭ রানে অলআউট, ভাঙল ২৩২ বছরের পুরোনো রেকর্ড

যুবকের ২ পা বিচ্ছিন্ন

মা হারালেন ন্যাশনাল লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক 

প্রার্থিতা প্রত্যাহার করলেন বাবরের স্ত্রী

চট্টগ্রামে মহাসড়ক ‘ব্লকেড’ 

কুর্দি ভাষাকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল সিরিয়া

সার্কুলার মডেল বাস্তবায়নে কে নেতৃত্ব দিবে? রাষ্ট্র, শিল্প নাকি নাগরিক সমাজ

বসিলায় চক্ষু পরীক্ষা ক্যাম্পে গিয়ে যা বললেন ববি হাজ্জাজ

তারেক রহমানের সাথে ভুটানের রাষ্টদূতের সাক্ষাৎ

বিএনপির এক নেতাকে অব্যাহতি

১০

টিকে গেলেন হাসনাত আব্দুল্লাহ

১১

শেষ মুহূর্তে দুর্দান্ত কামব্যাক বাংলাদেশের

১২

পাশাপাশি কবরে চির নিদ্রায় শায়িত স্বামী-স্ত্রী ও সন্তান

১৩

বেগম খালেদা জিয়া ছিলেন মানুষের অধিকার প্রতিষ্ঠার রোল মডেল : ড. মোশাররফ

১৪

ট্রাম্পের ভেনেজুয়েলা অভিযান নিয়ে নতুন তথ্য

১৫

হাসনাতের আসনে বিএনপি প্রার্থীর মনোনয়ন বাতিল

১৬

এখনো ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করছে জামায়াত

১৭

সেই বক্তব্যকে ‘স্লিপ অব টাং’ বললেন আমির হামজা

১৮

ভিসাই মিলল না আইসিসির ভারতীয় প্রতিনিধির, কঠোর পদক্ষেপ বাংলাদেশের!

১৯

রাজধানীতে পৃথক ঘটনায় ৪ নারীর মরদেহ উদ্ধার

২০
X