বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫, ২ শ্রাবণ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০৮:২৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৫, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

কত টাকার সম্পদ আছে, আদালতকে জানালেন দীপু মনি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনিকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। বুধবার (১৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া তাকে গ্রেপ্তার দেখান।

এদিন দুপুরে কড়া পুলিশি নিরাপত্তায় দীপু মনিকে আদালতের এজলাসে তোলা হয়। এরপর শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে নিজের বেশি সম্পদের তথ্য শুনে বিব্রত হয়ে দীপু মনি বলেন, ‘যত সম্পদ দেখানো হচ্ছে, তা তো আমার না। আমার সব মিলিয়ে ছয় থেকে সাত কোটি টাকার সম্পদ হবে।’

দীপু মনি বিচারককে উদ্দেশ করে বলেন, ‘আমি নিয়মিত করদাতা। আমার রিটার্নে সম্পত্তির সব বিবরণ রয়েছে। তবে আমার যে ২৮টি অ্যাকাউন্ট দেখানো হচ্ছে, সেগুলো তো আমি জানি না। আমার জানামতে, ছয়টি অ্যাকাউন্ট আছে। যত সম্পদ দেখানো হচ্ছে, তা তো আমার না।’

প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আমার সব মিলিয়ে ছয় থেকে সাত কোটি টাকার সম্পদ হবে। এত সম্পদ অসম্ভব। আমি জানতে চাই, কোন তথ্যের ভিত্তিতে এতো সম্পদ দেখানো হয়েছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘আমি কোনো তথ্য-উপাত্ত পাচ্ছি না। তথ্য ছাড়া তো মামলা মোকাবিলায় আমার কোনো শক্তি নেই। গত ১১ মাস জেলে রয়েছি। মাত্র দুদিন আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। তা ছাড়া জেলে কোনো আইনজীবীর সঙ্গে কথা বলার সুযোগ পাইনি।’

পরে শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান। এরপর পুলিশ সদস্যরা তাকে হেলমেট পরিয়ে দেন। এর কিছুক্ষণ পর পুলিশ প্রহরায় তাকে হাজতখানায় নেওয়া হয়। তখন তিনি নিশ্চুপ ছিলেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি জ্ঞাত আয়বহির্ভূত ৭ কোটি ৮৮ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দীপু মনি ও তার স্বামী তৌফীক নাওয়াজের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় দীপু মনির বিরুদ্ধে ‘অবৈধভাবে’ ৫ কোটি ৯২ লাখ ২ হাজার ৫৩০ টাকার সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ ছাড়া তার নামে পরিচালিত বিভিন্ন ব্যাংকের ২৮টি হিসাবে ৫৯ কোটি ৭৯ লাখ ৯২ হাজার ৭৩১ টাকা লেনদেনের তথ্যও পেয়েছে দুদক।

তৌফীক নাওয়াজের বিরুদ্ধে ‘অবৈধভাবে’ এক কোটি ৯৬ লাখ ৩৯ হাজার ২০৫ টাকার সম্পদ অর্জনের অভিযোগ করা হয়েছে। ক্ষমতার অপব্যবহার ও ঘুষ-দুর্নীতির মাধ্যমে তিনি অর্থ উপার্জন করেছেন বলে এজাহারে বলা হয়েছে।

বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্র ও শিক্ষামন্ত্রী দীপু মনি ২০০৮ সাল থেকে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশ সেরা ১০ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠান

গোপালগঞ্জের ঘটনায় ফেসবুকে ‘উপহাস’, এএসপি প্রত্যাহার

‘গোপালগঞ্জ থেকে এপিসিতে ওঠানোর দায় আমিসহ কয়েকজনের’

আইডিয়াল স্কুলে গোপালগঞ্জের শিক্ষক বরখাস্ত

রিউমর স্ক্যানার / পুরোনো ভিডিওকে গোপালগঞ্জের বলে প্রচার করলেন জয়

এনসিপির সমাবেশে হামলার নিন্দা / দুষ্কৃতিকারীরা দেশকে আবারও অস্থিতিশীল করতে চায় : সমমনা জোট

গোপালগঞ্জে এনসিপির ওপর হামলায় হেফাজতের বিবৃতি

একযোগে গণঅধিকার পরিষদের ১২ নেতার পদত্যাগ

‘একাত্তরের পরাজিত শক্তির ওপর ভর করে ভুল পথে হাঁটছেন’

ফ্যাসিবাদ রুখতে সরকারকে কঠোর হতে হবে: ইউট্যাব

১০

সাতক্ষীরায় ‘জুলাই শহীদ দিবস’ কর্মসূচিতে আমন্ত্রণ পাননি সংগঠকরা

১১

মাছের প্রজেক্টে দফায় দফায় হামলা, ৫ কোটি টাকা ক্ষতি দাবি

১২

এখনই ঘরে ফেরা হচ্ছে না বার্সার

১৩

সারা দেশে জামায়াতের কর্মসূচি ঘোষণা

১৪

জুলাই শহীদ দিবসে ঢাকেশ্বরী মন্দিরের বিশেষ প্রার্থনা সভা

১৫

রাজবাড়ীতে একই দিনে দুই দলের কর্মসূচি, অস্থিরতার শঙ্কা

১৬

একটি গোষ্ঠী ধারাবাহিকভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে : টিটু

১৭

রক্তের গ্রুপ অনুযায়ী কোন খাবার খাবেন, দেখে নিন

১৮

সিরিজ জয়ের পর যা বললেন লিটন

১৯

ভারত সিরিজ স্থগিত, আগস্টের সূচি পূরণে নতুন দল খুঁজছে বিসিবি

২০
X