কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:১৮ পিএম
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৫, ০১:৪২ পিএম
অনলাইন সংস্করণ

ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চাইলেন জেড আই খান পান্না 

আইনজীবী জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত
আইনজীবী জেড আই খান পান্না। ছবি : সংগৃহীত

গুমের মামলায় শেখ হাসিনার পক্ষে লড়বেন না জানিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইনজীবী জেড আই খান পান্না।

বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হয়ে ক্ষমা চান তিনি। ট্রাইব্যুনালের অপর সদস্য ছিলেন বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

এর আগে আগ্রহ প্রকাশ করে শেখ হাসিনার মামলায় যুক্ত হওয়ার পর আদালতে উপস্থিত না হওয়ায় ট্রাইব্যুনাল জেড আই খান পান্নার প্রতি ক্ষোভ প্রকাশ করে। একই সঙ্গে তাকে দ্রুত ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেয়।

এরপর মাত্র ১০ মিনিটের মধ্যে ট্রাইব্যুনালে উপস্থিত হয়ে আইনজীবী জেড আই খান পান্না নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন এবং ঘোষণা করেন যে, তিনি শেখ হাসিনার পক্ষে লড়বেন না। একপর্যায়ে গুমের দুই মামলায় শেখ হাসিনার পক্ষে স্টেট ডিফেন্স হিসেবে ট্রাইব্যুনাল আমীর হোসেনকে নিয়োগ দেন।

নিয়োগ পাওয়ার কিছু দিন পর, গত ২৭ নভেম্বর সন্ধ্যায় জেড আই খান পান্না তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন। এতে তিনি জানান, তিনি শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় তার পক্ষে আদালতে লড়বেন না।

ভিডিও বার্তায় পান্না উল্লেখ করেন, এই সিদ্ধান্তের মূল কারণ হলো আদালতের প্রতি শেখ হাসিনার আস্থাহীনতা। তিনি বলেন, যে আদালতের ওপর শেখ হাসিনার আস্থা নেই, সেই আদালতে আমি তার পক্ষে লড়াই করব না। এই ভিডিও বার্তার মাধ্যমে আমি বিষয়টি জানাচ্ছি।

তিনি আরও জানান, রাষ্ট্র তাকে আইনজীবী হিসেবে নিয়োগ দিলেও তখন পর্যন্ত তিনি আনুষ্ঠানিক কোনো চিঠি পাননি। চিঠি হাতে পাওয়ার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি কর্তৃপক্ষকে জানাবেন।

শেখ হাসিনার আইনি লড়াই থেকে সরে দাঁড়ালেও, জেড আই খান পান্না অন্যান্য গুরুত্বপূর্ণ মামলায় আইনি সহায়তা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। তিনি নিশ্চিত করেছেন, সম্প্রতি তার বন্ধু অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালতে যে মামলা হয়েছে, সেই মামলায় তিনি তার পক্ষে লড়বেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেক্সিকোর পার্লামেন্টে খালেদা জিয়াকে স্মরণ

বাসে আগুন

ট্যাক্স ছাড়া প্রবাসীরা কয়টি মোবাইল আনতে পারবেন, জানাল সরকার

অন্তর্বর্তী সরকার গঠন ও শপথ নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ বৃহস্পতিবার

কৃষকের মারধরে ‘দাঁত’ ভাঙল কৃষি কর্মকর্তার

রাশিয়ার গ্যাস আমদানি বন্ধের সিদ্ধান্ত নিল ইউরোপ

অবৈধ হ্যান্ডসেটের বিষয়ে যে সিদ্ধান্ত নিল সরকার

ইয়েমেন ও বাংলাদেশের জন্য যুক্তরাজ্য-সৌদির যৌথ মানবিক প্রকল্প

গুমের দুই মামলায় হাসিনার পক্ষের আইনজীবী আমীর হোসেন

এভারকেয়ারের পাশে খোলা মাঠে হেলিকপ্টার পরীক্ষামূলক ওঠানামা করবে

১০

ভোজ্যতেলের দাম বাড়ানোয় ব্যবসায়ীদের বিরদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : বাণিজ্য উপদেষ্টা 

১১

ফ্লাইওভারের সিঁড়ির নিচে বৃদ্ধের মরদেহ

১২

হঠাৎ মেট্রো চলাচল বন্ধ, কারণ জানাল ডিএমটিসিএল

১৩

সমালোচনার মুখে সুর পাল্টালেন টুইঙ্কেল খান্না

১৪

৪ দিন পর নীলফামারী-রংপুর রুটে বাস চলাচল শুরু 

১৫

আইপিএল মিনি অকশনে কে এই মালয়েশিয়ান ক্রিকেটার

১৬

ঘরে ঢুকে ফুফুকে পিটিয়ে হত্যা, মুমূর্ষু ভাতিজি

১৭

একাই ৪৫০ শিক্ষার্থীর পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষক

১৮

ফুসফুসের ক্যানসার নিয়ে যে ভুল ধারণাগুলো আমাদের বেশি ক্ষতি করছে

১৯

২৫ বছর আগের চেয়ে বেশি ‘চাঙ্গা’ বলে বৈঠকেই ঘুম

২০
X