আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য মো. আব্দুল হাই ও তার দুই সমর্থকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।
নির্বাচন কমিশনের (ইসির) নির্দেশে রোববার (২৪ ডিসেম্বর) শৈলকুপার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ওয়াজিদুর রহমানের আদালতে এ মামলা হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার মো. তায়জুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেন। আসামিদের বিরুদ্ধে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা ২০০৮ এর বিধি ১৮ ধারার অভিযোগ আনা হয়েছে। আদালত আগামী ২৬ ডিসেম্বর মামলা দুটির বিষয়ে আদেশের দিন ধার্য করেছেন। এর আগে রোববার নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন।
আব্দুল হাইয়ের বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১০ ডিসেম্বর ৪টায় আসামি মো. আব্দুল হাইয়ের অনুসারীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে শৈলকুপা উপজেলাধীন ১৪ নং দুধসর ইউনিয়নের ভাটাই বাজার সংলগ্ন মহাসড়কে মহড়া দেয় ও জনগণের মনে ভীতি সঞ্চার করে সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০১৮ এর বিধি ৮(ক), ১১(ক) ও ১২ বিধি লঙ্ঘন করে ওই বিধি মালার ১৮ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করে।
অপর দুই আসামির বিরুদ্ধে করা মামলার অভিযোগে বলা হয়েছে, আসামি মো. আব্দুল হাই জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ এর নৌকা প্রতীকের প্রার্থী। গত ১২ ডিসেম্বর বেলা ৪টায় শৈলকুপা থানাধীন ৬ নং সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে ওই নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আসামি আব্দুল হাকিম এবং আসামি মাহমুদুল হাসান মামুন তাদের অনুসারীদের নিয়ে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী এজন্টেদের উদ্দেশ্যে বিভিন্ন হুমকি ধামকি ও উসকানিমূলক বক্তব্য প্রদান করেন। আসামিরা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০১৮ এর বিধি ৮(ক), ১১(ক) ও ১২ বিধি লঙ্ঘন করে ওই বিধিমালার ১৮ বিধির শাস্তিযোগ্য অপরাধ করেছে।
মন্তব্য করুন