উচ্চ আদালত থেকে ১২ মামলায় আগাম জামিন পেয়েছেন যুবদলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন।
রোববার (১০ মার্চ) হাইকোর্টে বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি ফাহমিদা কাদেরের দ্বৈত বেঞ্চ থেকে আগাম জামিন পান তিনি। তাকে আদালত ছয় সপ্তাহের জামিন দেন।
মিল্টনের আইনজীবী আশরাফ জালাল খান মনন জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আদালতে মিল্টনের পক্ষে শুনানি করেন সাবেক অ্যাটর্নি জেনারেল এজে মোহাম্মদ আলী।
গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ কেন্দ্র করে পূর্বাপর ঘটনায় মিল্টনের বিরুদ্ধে ১২ মামলা দায়ের করে পুলিশ।
মন্তব্য করুন