মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৬ মে ২০২৫, ০৬:২৮ এএম
আপডেট : ০৬ মে ২০২৫, ০৬:৪২ এএম
অনলাইন সংস্করণ

নারী প্রশিক্ষণার্থীদের ভাতা তুলে লাপাত্তা অফিস সহকারী

অভিযুক্ত অফিস সহকারী মোশারফ হোসেন। ছবি : সংগৃহীত
অভিযুক্ত অফিস সহকারী মোশারফ হোসেন। ছবি : সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. মোশারফ হোসেনের বিরুদ্ধে হত-দরিদ্র নারীদের দর্জি প্রশিক্ষণের ৪ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। সম্প্রতি এ বিষয়ে রুবিনা নামে একজন প্রশিক্ষণার্থী উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের পর রোববার (০৪ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা রুহুল আমিনকে আহ্বায়ক করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন। এ তদন্ত কমিটিকে আগামী ১৪ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মহিলা বিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ যাবৎ ওই অফিস সহকারী মোশারফ হোসেন অফিস করেন না। কোনো প্রকার ছুটি ছাড়াই অফিস করছেন না বলে বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শায়লা নাজনীন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ২০২৪-২০২৫ অর্থ বছরে দ্বিতীয় ব্যাচে অক্টোবর/২৪ থেকে ডিসেম্বর/২৪ পর্যন্ত ৩০ জন হত দরিদ্র নারী প্রশিক্ষণ করেন। নিয়ম অনুযায়ী প্রত্যেক প্রশিক্ষণার্থী প্রশিক্ষণ শেষ হওয়ার সপ্তাহের মধ্যে ভাতা হিসেবে ৬ হাজার ৩০০ টাকা করে পাবেন। কিন্তু অফিস সহকারী মোশারফ হোসেন ব্যাচ শুরু হওয়ার আগেই ৩০ জনের ১ লাখ ৮৯ হাজার টাকা উত্তোলন করেন। এরপর সেই টাকা ২১ জন প্রশিক্ষণার্থীর মধ্যে মোটে ১ লাখ ৩২ হাজার ৩০০ টাকা বিতরণ করে বাকী ৯ প্রশিক্ষণার্থীর ৫৭ হাজার ৭০০ টাকা আত্মসাৎ করেন।

একইভাবে এর আগে ১ম ব্যাচ জুলাই/২৪ থেকে সেপ্টেম্বর/২৪ ব্যাচেরও ৩০ জন প্রশিক্ষণার্থীর ভাতা উত্তোলন করে ২৩ জনের মাঝে ১ লাখ ৪৪ হাজার ৯০০ টাকা বিতরণ করে বাকী ৭ জনের ৪৪ হাজার ১০০ টাকা আত্মসাৎ করেন। তৃতীয় ব্যাচ ৩১ মার্চ/২০২৫ শেষ হয়ে মাস পেরিয়ে গেলেও প্রশিক্ষণার্থীদের ভাতা পরিশোধ করেননি তিনি। ৩য় ব্যাচ ও ৪র্থ ব্যাচ শুরু হওয়ার অনেক আগেই ৬০ জন প্রশিক্ষণার্থীর ৩ লাখ ৭৮ হাজার টাকা ২০২৪ সালের অক্টোবর ও নভেম্বর মাসে উত্তোলন করে আত্মসাৎ করেন মোশারফ হোসেন।

টাকা আত্মসাৎ করে সম্প্রতি লাপাত্তা হয়েছেন তিনি। আসছেন না অফিসে। তার মোবাইল ফোনও বন্ধ।

প্রশিক্ষণ করেও ভাতা না পাওয়ায় কনা বেগম নামে এক প্রশিক্ষণার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, সংসারের কাজ ও বাচ্চা রেখে এসে প্রশিক্ষণ করেছি। অথচ এখন ভাতা পাচ্ছি না। অফিসের মোশারফ স্যার আমাদের ভাতা উত্তোলন করে পালিয়েছেন।

সুমাইয়া পারভীন নামে আরেক প্রশিক্ষণার্থী বলেন, ৩ মাস কষ্ট করে ট্রেনিং করেছি। অফিসের মোশারফ স্যার আমার অ্যাকাউন্ট খোলার জন্য কাগজপত্রও নিয়েছে তবুও আমরা টাকা পাচ্ছি না। আমরা অনেকদিন ধরে অফিসে আসতেছি। আমরা দূর থেকে গাড়ি ভাড়া খরচ করে অফিসে এসে টাকা না পেয়েই ফেরত যাচ্ছি। মোশারফ স্যার আমাদের ভাতার টাকা তুলে আত্মসাৎ করেছে। আমরা তার বিচার চাই।

এসব অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের অভিযুক্ত অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোশারফ হোসেনের ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) শায়লা নাজনীন কালবেলাকে বলেন, এ বিষয়ে ইউএনও স্যার যেহেতু একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তদন্ত প্রতিবেদনের পর মন্তব্য করবো।

জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদির শাহ নাদির কালবেলাকে বলেন, এ বিষয়ে ৩ সদস্য করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি রিপোর্ট পেশ করার পর অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইনজীবী আলিফ হত্যা মামলায় ৩৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ

গাজার হাসপাতালে ইসরায়েলের হামলা, সাংবাদিকদের দেখেই ফেলল বোমা

খুলনার নতুন ডিসি তৌফিকুর রহমান

চট্টগ্রামে আর এ কে সিরামিক্স ফ্যাক্টরির আউটলেট উদ্বোধন 

৩৪ পুলিশ কর্মকর্তাকে বদলি

ডাকসু নির্বাচনে মনোনয়ন প্রত্যাহার করলেন ২১ প্রার্থী

কলেজ শিক্ষার্থী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন

জাতীয় পরিচয়পত্র করতে গিয়ে রোহিঙ্গা নারী-পুরুষ আটক

কাজলকে জুম করে অস্বস্তিকরভাবে ক্যামেরাবন্দি, ক্ষোভ মিনি মাথুরের

মানবদেহে বিশ্বের প্রথম মাংসখেকো মাছি শনাক্ত

১০

টেকনাফের সাবেক চেয়ারম্যান জাফরের স্ত্রীর কারাদণ্ড

১১

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪১২

১২

সারা দেশে একযোগে ৫৩ বিচারককে বদলি

১৩

‘রুমিন ফারহানাসহ সব নারীর প্রতি স্লাট-শেমিংয়ের বিরুদ্ধে আমার স্পষ্ট অবস্থান’

১৪

ফল প্রকাশের দাবিতে রাবির আরবি বিভাগে শিক্ষার্থীদের তালা

১৫

খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা : বুলু

১৬

সমুদ্রে পর্যটকদের জন্য জরুরি নির্দেশনা

১৭

রিয়াল ছেড়ে ফরাসি ক্লাবে যাচ্ছেন স্প্যানিশ তারকা

১৮

বিশ্লেষণ / চীন-ভারতের বাঁধ যুদ্ধ : ব্রহ্মপুত্রের ভাগ্য নিয়ে শঙ্কায় বাংলাদেশ

১৯

নাফ নদ থেকে আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

২০
X