শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ জুন ২০২৪, ০৪:০৭ পিএম
অনলাইন সংস্করণ

কাল থেকে শাবিপ্রবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

কর্মবিরতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ছবি : কালবেলা
কর্মবিরতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ছবি : কালবেলা

অর্থ মন্ত্রণালয়ের জারিকৃত পেনশনসংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, প্রতিশ্রুত সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে আগামীকাল সোমবার (৩০ জুন) থেকে কোনো ক্লাস-পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। এ সময় ক্লাস-পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

রোববার (৩০ জুন) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মো. আলমগীর কবীরের সঞ্চালনায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষকদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করে শাবিপ্রবি শিক্ষক সমিতি।

এতে ক্লাস-পরীক্ষাসহ সর্বাত্মক কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানান শাবি শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের কোনো আশ্বাস দেওয়া হয় নাই। তাই বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সঙ্গে একাত্মতা পোষণ করে সোমবার থেকে আমরা সর্বাত্মক কর্মবিরতিতে যাব। ১ তারিখ থেকে সকল বিভাগের ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে।

কতদিন বন্ধ থাকবে জানতে চাইলে তিনি বলেন, এটা সঠিক বলা যাচ্ছে না, তবে সরকার আমাদের দাবি যতদিন না মানবে, ততদিন সব বন্ধ থাকবে আর সরকার দাবি মেনে নিলে আমরা ক্লাস-পরীক্ষায় ফিরে যাব।

এদিকে ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বর্তমানে কয়েকটি বিভাগে পরীক্ষা চলমান এবং আগামী মাসের শুরুতে বেশ কয়েকটি বিভাগে পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করায় সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান বিন রায়হান কালবেলাকে বলেন, করোনা মহামারির কারণে আমরা এক বছরের সেশনজটে রয়েছি। ২০২৩ সালে স্নাতক সম্পন্ন হওয়ার কথা থাকলেও ২০২৪ সালেও স্নাতক সম্পন্ন হবে কি না শঙ্কা দেখা দিয়েছে। আমরা আশা করব, সরকার দ্রুত এ সমস্যার সমাধান করলে ক্লাসে ফিরে আসবেন শিক্ষকরা।

৩ দফা দাবি নিয়ে গত ৯ মে মানববন্ধন, ১১ মে কালো ব্যাজ ধারণ, ২৫, ২৬, ২৭ জুন ৩ দিন অর্ধদিবস কর্মবিরতিসহ নানা শান্তিপূর্ণ কর্মসূচি করে আসলেও শিক্ষকদের দাবি-দাওয়ার ব্যাপারে এখনো সরকারের পক্ষ থেকে ইতিবাচক কোনো সিদ্ধান্ত না আসায় সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথিবী ধ্বংস হতে আর কতক্ষণ, জানাল ডুমসডে ক্লক

ঘরের ভেতর জামাকাপড় শুকাচ্ছেন? জেনে নিন হতে পারে যেসব ক্ষতি

শ্রমিক নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

টাকা দিয়ে এবার কোনো নির্বাচন হবে না: ড. মোবারক

বদলি নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের মানতে হবে যেসব নিয়ম

বন্ধ হচ্ছে ৬ আর্থিক প্রতিষ্ঠান

দুবাইয়ে নির্মিত হচ্ছে বিশ্বের প্রথম স্বর্ণের সড়ক

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই

গণঅধিকার পরিষদের প্রার্থীকে অপহরণ করে মারধর

১০

ইতালিতে জরুরি অবস্থা জারি

১১

মাথায় আঘাত পেলে যা করবেন, কখনই বা ডাক্তারের কাছে যাবেন

১২

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

১৩

চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

১৪

দেশে আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে : মির্জা ফখরুল

১৫

সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৬

বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

১৭

খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে

১৮

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

১৯

রাইস কুকার না মাল্টি কুকার? কোনটা আপনার জন্য ভালো বুঝে নিন

২০
X