জাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ জুলাই ২০২৪, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দুই ঘণ্টা মহাসড়ক অবরোধের ঘোষণা জাবি শিক্ষার্থীদের

ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

চাকরিতে কোটা পুনর্বহালসংক্রান্ত হাইকোর্টের দেওয়া রায়কে প্রত্যাখ্যান করে ২০১৮ সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে দ্বিতীয় দিনের মতো কোটা বাতিলের দাবিতে গণসংযোগ ও বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শিক্ষার্থীরা।

এসময় আগামী বুধবার (৩ জুলাই) বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত দুই ঘণ্টা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধের ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে গণসংযোগের উদ্দেশে একটি মিছিল শুরু করে শিক্ষার্থীরা।

মিছিলটি চৌরঙ্গী হয়ে ছাত্রী হলগুলো প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে শেষ হয়। এসময় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে প্রায় ২০ মিনিট বিক্ষোভ সমাবেশ করেন তারা।

উদ্ভিদবিজ্ঞান ৪৮তম ব্যাচের শিক্ষার্থী ও ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ইমন বলেন, কোটা রাখা হয় শুধু পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জন্য। তা ছাড়া আমাদের সংবিধানের ১৯তম অনুচ্ছেদে বলা হয়েছে ‘সুযোগের সমতা’। কিন্তু এই সাম্য বিনষ্ট হচ্ছে হাইকোর্টের কোটা পুনর্বহাল সিদ্ধান্তের কারণে। সুতরাং আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবি, মেধার ওপর গুরুত্ব আরোপ এবং শুধু সুবিধাবঞ্চিত জনগণের কথা বিবেচনা করেই কোটা সংস্কার করা উচিত।

অবরোধ কর্মসূচিতে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন, আমাদের শিক্ষার্থীদের প্রাণের দাবি হচ্ছে মেধার স্বীকৃতি। মেধাবীদের স্বীকৃতি না দেওয়ার জন্য দিনে দিনে বেকারত্বের হার বাড়ছে। সরকারের কোনো পরিকল্পনা নেই বেকারত্ব কীভাবে কমানো যায় বরং শিক্ষার্থীদের উপর বৈষম্যমূলক কোটা প্রথার বোঝা চাপিয়ে দিয়ে বেকারত্ব বৃদ্ধি করার পাঁয়তারা করছে। বিগত কয়েক বছর ধরে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। আপনারা দেখে থাকবেন, যারা অনেকেই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছেন তাদের বেশির ভাগেরই বয়স মুক্তিযুদ্ধের সময় দুই বছর তিন বছর। কারও কারও জন্মই হয় নাই তবুও তারা মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছে। তারা মূলত সরকারের চাটুকারিতা করে, পা চেটে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেয়েছে।

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি শরণ এহসান বলেন, সংবিধানে বলা আছে শুধু অনগ্রসর, আদিবাসী, কিংবা পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্যই কোটা থাকবে। সংবিধানে অন্য কোনো কোটার উল্লেখ নেই। বাঙালি যুদ্ধ করেছে বৈষম্য রোধের জন্য। কিন্তু আমরা স্বাধীনতার বায়ান্ন বছর পরও বৈষম্যের স্বীকার হচ্ছি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক জোট সবসময় ছাত্রদের যৌক্তিক আন্দোলনের পক্ষে।

সমাবেশে সমাপনী বক্তব্যে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী তৌহিদ মোহাম্মদ সিয়াম আগামী চার জুলাই আপিল বিভাগের শুনানির কথা স্মরণ করিয়ে দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ছাত্র সমাজের বিরুদ্ধে যদি এই শুনানি দেওয়া হয় তাহলে রাজপথে কোনো গাড়ি চলবে না। আগামী ৩ জুলাই আমরা একটি শক্ত অবস্থান নেব এবং ঢাকা-আরিচা মহাসড়ক বিকেল (৩-৫ টা) দুই ঘণ্টার জন্য অবরোধ রাখবো। সেইসঙ্গে এই কোটা বাতিলের আন্দোলনকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলকে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার জন্য অনুরোধ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেতু নির্মাণে অনিয়ম, অভিযানে গেল দুদক

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীলঙ্কায় বাংলাদেশি–বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যারা অন্যায় করেনি আমরা তাদের বুকে টেনে নেব : মির্জা ফখরুল

হায়ার বাংলাদেশের জাঁকজমকপূর্ণ পার্টনার কনভেনশন অনুষ্ঠিত

২২ বছর পর রাজশাহীতে আসছেন তারেক রহমান

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

প্রার্থীর মেয়ের ওপর হামলায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ

দুর্নীতিবাজকে ভোট  দিয়ে সুশাসনের স্বপ্ন দেখাই আত্মপ্রবঞ্চনা

১০

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

১১

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

১২

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১৩

ধর্মেন্দ্র পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ

১৪

হজের কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা

১৫

বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

১৬

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৭

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

১৮

নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে শান্তি ফেরাব : মির্জা ফখরুল

১৯

বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

২০
X