মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৪, ০৪:৪৩ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ০৫:৩১ পিএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কার আন্দোলনে বশেফমুবিপ্রবি'র সাধারণ শিক্ষার্থীরা

জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখছে শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে সঙ্গে একাত্মতা প্রকাশ করে টানা চার দিন ধরে সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের রায় বাতিল এবং কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলন করছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা। চতুর্থ দিনে এসে বিক্ষোভ মিছিল ও জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১০জুলাই) বেলা সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ে মিলিত হন সাধারণ শিক্ষার্থীরা। এর পর ১১টায় এক বিক্ষোভ মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট হয়ে গোবিন্দগঞ্জ বাজারে এসে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এ সময় তারা প্রায় ২ ঘণ্টা মহাসড়কটি অবরোধ করে রাখে তবে রোগী, অ্যাম্বুলেন্স ও ডিগ্রি পরীক্ষার্থীদের গাড়ি ছিল অবরোধের আওতামুক্ত। তাদের এ অবরোধের কারণে রাস্তার দুই পাশে দীর্ঘ গাড়ির লাইন দেখা যায়। অবরোধের সময় শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের ব্যানার এবং কোটা না মেধা, মেধা মেধা, সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে, দেশটা নয় পাকিস্তান, কোটার হোক অবসান, কোটা বৈষম্য নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ১৮ এর হাতিয়ার, গর্জে উঠুক আবার, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠায় নাই, লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, দিয়েছিতো রক্ত, আরও দিবো রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় এমন অনেক কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন। আন্দোলনরত শিক্ষার্থী তারিফুল ইসলাম শরীফ বলেন, একটি শিক্ষার্থীর বাবা-মার বড় স্বপ্ন থাকে ছেলে মেয়ে লেখাপড়া শেষ করে ভালো একটি চাকরি করবে কিন্তু হাইকোর্টের যে রায় দিয়েছে তাতে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমরা খুবই ব্যথিত। তীব্র প্রতিবাদ করছি এবং কোটা সংস্কারের দাবি জানাচ্ছি। আন্দোলনরত আরেক শিক্ষার্থী আবু সায়েম বলেন, আমাদের মেধার কোন মূল্যায়ন হচ্ছে না এই কোটার জন্য। আমরা আমাদের মেধার যে স্বাক্ষর রাখবো সেই সুযোগটা কই? আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের সম্মান করি তারা যে বৈষম্য দূর করে স্বাধীনতার অর্জন করেছিলেন সেই স্বাধীনতা অসমতা ধরে রাখার জন্যই আমাদের এ আন্দোলন। সুতরাং বলতে চাই দেশকে ঘুরতে হলে মেধাবীদের প্রয়োজন, তাই কোটা সংস্কার না হলে আমাদের বাংলা ব্লকেড চলবেই। আন্দোলনরত অন্যান্য শিক্ষার্থীরা বলেন, বৈষম্যমূলক কোটার মাধ্যমে শিক্ষার্থীদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। শিক্ষার্থীরা এর আগেও সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেছেন। যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছে, সেই বৈষম্য আমরা মেনে নেব না। আমরা কোটার সংস্কার চাই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই শিক্ষার্থীসহ ৪ প্রাণ কাড়া দুই যানে ছিল না ফিটনেস

১৪ আগস্ট : টিভিতে আজকের খেলা

১৪ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

ক্ষমতায় থাকাকালীন আ.লীগ দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে বানিয়েছিল : নীরব

রংপুরে ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারগুলোর পাশে ইসকন

স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন আমিনুল হক

কেশবপুরে বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত

পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয়

১০

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

১১

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

১২

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

১৩

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

১৪

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

১৫

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

১৬

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

১৭

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

১৮

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

১৯

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

২০
X