যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৪, ০৫:৪২ পিএম
অনলাইন সংস্করণ

যবিপ্রবি শিক্ষার্থীদের অবরোধ, যশোরের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ বন্ধ 

যশোরের পালবাড়ি মোড়ে ব্যারিকেড দিয়ে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
যশোরের পালবাড়ি মোড়ে ব্যারিকেড দিয়ে কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে যশোরে ত্রিমুখী সড়ক অবরোধ করে রেখেছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষার্থীরা। এতে যশোর-কুষ্টিয়া-রাজশাহী মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। সড়কের তিনদিকে যানবাহনের দীর্ঘ সারি দেখতে পাওয়া যায়, তবে অসুস্থ রোগীবাহী গাড়িগুলো এ অবরোধের বাইরে রয়েছে বলে জানিয়েছেন তারা।

বৃহস্পতিবার (১১ জুলাই) বিকাল চারটা থেকে যশোরের পালবাড়ি মোড়ে খুলনা-কুষ্টিয়া-রাজশাহী সড়কে ব্যারিকেড দিয়ে এ কর্মসূচি পালন করছেন যবিপ্রবির কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা। সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা।

জানা যায়, গতকাল সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশব্যাপী বাংলা ব্লকেড ঘোষণা করেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটা থেকে বাংলা ব্লকেড কর্মসূচি শুরু হয়ে সূর্যাস্ত পর্যন্ত চলবে। কর্মসূচিতে সারা দেশের সড়কপথ, রেলপথ আওতাভুক্ত থাকবে। রাজধানীসহ দেশের ৬৪ জেলার শিক্ষার্থীদের এ কর্মসূচির আওতায় আসার আহ্বান জানান তারা।

বাংলা ব্লকেড কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা কোটার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান- 'কোটা না মেধা? মেধা মেধা’, আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আঠারোর পরিপত্র, পুনর্বহাল করতে হবে’, ‘কোটাপ্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক’, ‘সারা বাংলায় খবর দে, কোটাপ্রথার কবর দে’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগান দেন সম্মিলিত কণ্ঠে।

উল্লেখ্য, গত সোমবার (৮ জুলাই) দুপুর ১২টায় যশোর শহরের পালবাড়ি থেকে মিছিল শুরু করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। প্রায় দুই শতাধিক শিক্ষার্থীর মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ শেষে যশোর প্রেসক্লাবের সম্মুখ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। এর আগে ৭ দিনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাড়ে তিনশ মানুষ নিয়ে ফিলিপাইনে ফেরি ডুবি

বাস–অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

ইথিওপিয়ায় এক প্রকল্পেই ১১ লাখের বেশি কর্মসংস্থান সৃষ্টি

আজ টানা ৭ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

হাসনাতকে সমর্থন দিয়ে ভোটের মাঠ ছাড়লেন আরেক প্রার্থী 

খালেদা জিয়ার সম্মানে ধানের শীষকে জনগণ বিজয়ী করবে : রহমাতুল্লাহ

আজ টানা ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

যেসব কারণে অফিসে ব্যক্তিগত কথা বলবেন না

সোমবার রাজধানীতে যেসব মার্কেট বন্ধ

ধানের শীষকে বিজয়ী করে ষড়যন্ত্রকারীদের জবাব দেব : নজরুল ইসলাম

১০

সফল দিনের শুরু করতে যেসব কাজ করবেন না

১১

এক্সিকিউটিভ পদে নিয়োগ দিচ্ছে রূপায়ন গ্রুপ

১২

২৬ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৩

বগুড়া-৬ আসনে তারেক রহমানের জন্য ভোটের প্রচারণায় ডা. বিটু 

১৪

ভালুকায় বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

১৫

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

১৬

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

১৭

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

১৮

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

১৯

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

২০
X