খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম বর্ষপূর্তি উদ্‌যাপন

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছবি : কালবেলা
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছবি : কালবেলা

খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর কার্যকরী পরিষদের (২০২৩-২০২৬) এর দায়িত্বগ্রহণের ১ম বর্ষপূর্তি উদ্‌যাপন হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় কেক কেটে এ বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে গত এক বছরে সম্পন্নকৃত কাজের অপর আলোকপাত করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, গত এক বছরের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, প্রাক্তন শিক্ষার্থী রাকিবের চিকিৎসার ব্যবস্থা করা, অ্যালামনাই ফুটবল টুর্নামেন্ট আয়োজন, কুআ বুলেটিন প্রকাশ, সারাদেশে একযোগে ইফতার আয়োজন, বার্ষিক পিকনিক ও রিইউনিয়ন আয়োজন, বিশ্ববিদ্যালয় ও জাতীয় দিবস উদ্‌যাপন। এছাড়াও সামাজিক কাজের অংশ অংশ হিসেবে ক্যাম্পাস ও দেশের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং বরিশালে সুবিধাবঞ্চিতের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা এ ধরনের কাজের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এলামনাইদের পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরা বলেন, কুআ’র যে উদ্দেশ্য, যেকোনো প্রয়োজনে বা সংকটে একে অপরের পাশে দাঁড়ানো এবং এলামনাইদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি করা সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দায়িত্বগ্রহণের প্রথম দিকেই আমরা ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলাম। আমরা যে কাজগুলো ইতোমধ্যে শেষ করেছি সেগুলো আমাদের সামগ্রিক পরিকল্পনারই অংশ।

তিনি আরও বলেন, আমরা সবসময় চাই, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমরা যেন ভাইবোনের মতো একে অন্যের পাশে থাকতে পারি। পরিকল্পনার অংশ হিসেবে খুবিতে অধ্যয়নরত গরিব, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা, চিকিৎসাসহ জনজীবনে হঠাৎ সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতিতে সহায়তা প্রদানের জন্য যাকাত ফান্ড গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তাকদিউর রহমান মুকুট, জনসংযোগ সম্পাদক ড. মো. আজিজুল হাসান পিরু, ছাত্রবিষয়ক সহসম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক ড. শেখ তারেক আরাফাত শাওন, সমাজকল্যাণ সহসম্পাদক মো. শহিদুল ইসলাম শহীদ ও কার্যনির্বাহী সদস্য ড. মাসুদুর রহমান মাসুদ, মাহামুদুল হাসান মিল্লাত ও কবরী বিশ্বাস অপু উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এলামনাইদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক রাজু রায়, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবির, ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক অধ্যাপক রুমানা রহমান।

উল্লেখ্য, দায়িত্বগ্রহণের বর্ষপূর্তির এ অনুষ্ঠানটি একসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নতুন কর্মসূচি 

খালেদা জিয়ার অসুস্থতা কারাগারে অপ-চিকিৎসার ফল : মির্জা আব্বাস

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিজিএমইএ’র উদ্যোগে দোয়া

কুষ্টিয়ার দৌলতপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় নারায়ণগঞ্জে মাসুদুজ্জামানের উদ্যোগে দোয়া 

১৩ জনকে বাঁচিয়ে পানিতে তলিয়ে গেলেন হাসান, শেষ ফোনকলে ছিল মাকে দেখার ইচ্ছা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া চাইলেন ইশরাক

‘মা-ভাই-বোনকে প্লট দিতে খালা হাসিনাকে চাপ দেন টিউলিপ’

প্লট দুর্নীতি / শেখ হাসিনার সঙ্গে এবার রেহানা-টিউলিপের রায় সোমবার

রাষ্ট্রদ্রোহ মামলায় শেখ হাসিনাসহ ২৮৬ জনের বিরুদ্ধে চার্জগঠন সোমবার

১০

বিএমইউ ‘ছাত্র কল্যাণ পরিষদ’-এর উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

১১

জাতির ক্রান্তিলগ্নে খালেদা জিয়ার সুস্থতা অনেক বেশি জরুরি : ব্যারিস্টার অসীম

১২

ঢাকা উত্তরের প্রশাসক মোহাম্মদ এজাজের দুর্নীতি অনুসন্ধানে দুদকের টিম গঠন

১৩

মশক নিধনে ৫৬ স্প্রেম্যানকে হাতে-কলমে প্রশিক্ষণ দিল চসিক

১৪

চট্টগ্রামে মাস্টার ইন্সট্রাক্টর প্রশিক্ষণ, সড়ক নিরাপত্তায় নতুন উদ্যোগ

১৫

জামায়াত বরাবরই বিএনপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে : কাজী আলাউদ্দিন

১৬

ব্রাকসু নির্বাচন / প্রথম দিনে ৭ জনের মনোনয়ন সংগ্রহ, ছাত্রী হলে নেননি কেউ

১৭

বগুড়ায় হাসিনাসহ ২৯৩ জনের বিরুদ্ধে মামলা

১৮

জামায়াত ক্ষমতায় গেলে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে : মাসুদ সাঈদী

১৯

৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দিতে পারবেন প্রধান বিচারপতি

২০
X