খুবি প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৪, ১১:১২ পিএম
অনলাইন সংস্করণ

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১ম বর্ষপূর্তি উদ্‌যাপন

খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছবি : কালবেলা
খুবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যরা। ছবি : কালবেলা

খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর কার্যকরী পরিষদের (২০২৩-২০২৬) এর দায়িত্বগ্রহণের ১ম বর্ষপূর্তি উদ্‌যাপন হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ায় কেক কেটে এ বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়।

অনুষ্ঠানে গত এক বছরে সম্পন্নকৃত কাজের অপর আলোকপাত করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, গত এক বছরের উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে, প্রাক্তন শিক্ষার্থী রাকিবের চিকিৎসার ব্যবস্থা করা, অ্যালামনাই ফুটবল টুর্নামেন্ট আয়োজন, কুআ বুলেটিন প্রকাশ, সারাদেশে একযোগে ইফতার আয়োজন, বার্ষিক পিকনিক ও রিইউনিয়ন আয়োজন, বিশ্ববিদ্যালয় ও জাতীয় দিবস উদ্‌যাপন। এছাড়াও সামাজিক কাজের অংশ অংশ হিসেবে ক্যাম্পাস ও দেশের বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি এবং বরিশালে সুবিধাবঞ্চিতের মাঝে ইদ উপহার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা এ ধরনের কাজের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি এলামনাইদের পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ব ও সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে নতুন নতুন উদ্যোগ গ্রহণের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

সংগঠনের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং বিশ্ববিদ্যালয়ের গণিত ডিসিপ্লিনের প্রফেসর ড. মুন্নুজাহান আরা বলেন, কুআ’র যে উদ্দেশ্য, যেকোনো প্রয়োজনে বা সংকটে একে অপরের পাশে দাঁড়ানো এবং এলামনাইদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধি করা সেগুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দায়িত্বগ্রহণের প্রথম দিকেই আমরা ত্রি-বার্ষিক কর্মপরিকল্পনা গ্রহণ করেছিলাম। আমরা যে কাজগুলো ইতোমধ্যে শেষ করেছি সেগুলো আমাদের সামগ্রিক পরিকল্পনারই অংশ।

তিনি আরও বলেন, আমরা সবসময় চাই, পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন আমরা যেন ভাইবোনের মতো একে অন্যের পাশে থাকতে পারি। পরিকল্পনার অংশ হিসেবে খুবিতে অধ্যয়নরত গরিব, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা, চিকিৎসাসহ জনজীবনে হঠাৎ সৃষ্ট বিপর্যয়কর পরিস্থিতিতে সহায়তা প্রদানের জন্য যাকাত ফান্ড গঠন করা হয়েছে।

অনুষ্ঠানে সংগঠনটির সাংগঠনিক সম্পাদক তাকদিউর রহমান মুকুট, জনসংযোগ সম্পাদক ড. মো. আজিজুল হাসান পিরু, ছাত্রবিষয়ক সহসম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, সাহিত্য ও প্রকাশনা সহসম্পাদক ড. শেখ তারেক আরাফাত শাওন, সমাজকল্যাণ সহসম্পাদক মো. শহিদুল ইসলাম শহীদ ও কার্যনির্বাহী সদস্য ড. মাসুদুর রহমান মাসুদ, মাহামুদুল হাসান মিল্লাত ও কবরী বিশ্বাস অপু উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এলামনাইদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্রবিষয়ক পরিচালক রাজু রায়, ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক কাজী হুমায়ুন কবির, ইংরেজি ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক অধ্যাপক রুমানা রহমান।

উল্লেখ্য, দায়িত্বগ্রহণের বর্ষপূর্তির এ অনুষ্ঠানটি একসঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং ঢাকায় অনুষ্ঠিত হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ কৃষি ব্যাংক স্টাফ কলেজ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

মার্কারের পরিবর্তে চক ব্যবহারের আহ্বান জানিয়েছে ডিবিএল সিরামিকস ‘টাইলচক’ 

বিশ্বে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান কত?

হোয়াইটওয়াশ লজ্জায় বাংলাদেশ, একশও ছুঁতে পারল না মিরাজরা

হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জাল সনদে ১৮ বছর শিক্ষকতা, জেনেও ব্যবস্থা নেননি অধ্যক্ষ

ইলিয়াস কাঞ্চনের অসুস্থতায় শাবনূরের আবেগঘন বার্তা

যুদ্ধের উসকানি দিয়ে শান্তির প্রতীক হওয়া যায় না, ট্রাম্পকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বাবার সঙ্গে আলোর শেষ কথা—আমরা আটকে গেছি

লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদাগাস্কারের প্রেসিডেন্ট

১০

মিরপুরে অগ্নিকাণ্ড : দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান তারেক রহমানের

১১

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থীকে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১২

মেসি নন, নতুনদের নিয়েই পুয়ের্তো রিকোর মুখোমুখি আর্জেন্টিনা

১৩

বিএনপি কোনো দলের বিরুদ্ধে কুৎসা রটায় না : কফিল উদ্দিন 

১৪

বিএনপি নেতা নজরুল ইসলাম খান হাসপাতালে ভর্তি

১৫

পিআর পদ্ধতি নিয়ে আলোচনার মধ্য দিয়ে ঐকমত্যে পৌঁছাতে হবে : পরওয়ার

১৬

নির্বাচন বানচালের ষড়যন্ত্রের ব্যাপারে সজাগ থাকতে হবে : লায়ন ফারুক

১৭

ভারতের হারে এশিয়ান কাপ খেলার স্বপ্ন শেষ বাংলাদেশের

১৮

সাবেক স্ত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

১৯

পর্তুগালসহ যেসব দল আজ নিশ্চিত করতে পারে বিশ্বকাপের টিকিট!

২০
X