খুবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৫, ০১:৩০ পিএম
অনলাইন সংস্করণ

খুবির প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু ৭ নভেম্বর

খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স
খুলনা বিশ্ববিদ্যালয়ের লোগো। ছবি : কালবেলা গ্রাফিক্স

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ হয়।

প্রকাশিত বিজ্ঞপ্তিতে মোট ১ হাজার ১০৯টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার সময়সূচি ও নিয়মাবলি উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদন প্রক্রিয়া আগামী ৭ নভেম্বর থেকে শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৮ ও ১৯ ডিসেম্বর। পরীক্ষার ফল ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে। চূড়ান্তভাবে ভর্তির পর আগামী ২৫ জানুয়ারি ওরিয়েন্টেশন, রেজিস্ট্রেশন ও শ্রেণি কার্যক্রম শুরু হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ রয়েছে, ‘এ’ ইউনিট অর্থাৎ বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের অধীনে ৩২০টি আসন (সাধারণ ৩০৩ ও কোটায় ১৭) রয়েছে। এই ইউনিটে আবেদনের জন্য এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ উভয় পরীক্ষার জিপিএ যোগফল কমপক্ষে ৮.০০ থাকতে হবে। পরীক্ষা পদ্ধতি হিসেবে ৬০ নম্বরের এমসিকিউ ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে, তবে স্থাপত্য ডিসিপ্লিনের জন্য অতিরিক্ত অঙ্কন পরীক্ষা দিতে হবে।

এ ছাড়াও, ‘বি’ ইউনিট বা জীববিজ্ঞান স্কুলের আওতায় মোট আসন রাখা হয়েছে ২৮১টি (সাধারণ ২৬৬ ও কোটায় ১৫)। আবেদনের যোগ্যতা হিসেবে এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ পরীক্ষায় সম্মিলিত জিপিএ কমপক্ষে ৮.০০ থাকতে হবে এবং পরীক্ষা পদ্ধতি ‘এ’ ইউনিটের অনুরূপ হবে।

‘সি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা ও চারুকলা স্কুল) মোট আসন সংখ্যা ৪১৫টি (সাধারণ ৩৯১ ও কোটায় ২৪)। এই ইউনিটে আবেদনের জন্য এসএসসি ২০২২ অথবা ২০২৩ ও এইচএসসি ২০২৪ অথবা ২০২৫ পাসে সম্মিলিত জিপিএ কমপক্ষে ৭.০০ প্রয়োজন। চারুকলা ডিসিপ্লিনের জন্য সাধারণ পরীক্ষার পাশাপাশি অতিরিক্ত লিখিত ও অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) অধীনে ৮৮টি আসন (সাধারণ ৮৩ ও কোটায় ৫) রয়েছে। এই ইউনিটে আবেদন করতে হলে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.৫০ সহ ইংরেজিতে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে।

শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে ও সুবিধার্থে এ বছর এ, বি, ও সি ইউনিটের পরীক্ষার কেন্দ্র বাড়ানো হয়েছে। গত বছর ঢাকা, খুলনা ও রাজশাহীতে পরীক্ষা অনুষ্ঠিত হলেও, এ বছর নতুন কেন্দ্র হিসেবে চট্টগ্রামকে যুক্ত করা হয়েছে। ফলে এই তিনটি ইউনিটের পরীক্ষা মোট চারটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। তবে, ডি ইউনিটের পরিক্ষা শুধু ঢাকা ও খুলনায় অনুষ্ঠিত হবে।

ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (https://ku.ac.bd) পাওয়া যাবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরম গরম গোলমরিচের ফুলকপি বানানোর সহজ রেসিপি

ঝিনাই নদীতে ডুবে ৩ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ 

তামিমের দুর্দান্ত ইনিংসের পরও বাংলাদেশের মাঝারি সংগ্রহ

নিজ বাড়ির ছাদে মিলল আ.লীগ নেতার রক্তাক্ত মরদেহ

এক্সে আপনার অ্যাকাউন্ট লক হতে পারে যে কারণে

নারায়ণগঞ্জে পৃথক স্থান থেকে ২ মরদেহ উদ্ধার

মাঠেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন তরুণ ফুটবলার

‘তৎপরতা জানান দিতে আ.লীগের ঝটিকা মিছিল, ৩ হাজারের বেশি গ্রেপ্তার’

জার্মান চ্যান্সেলরকে তুলোধুনো করলেন এরদোয়ান

অতিরিক্ত ক্যালসিয়াম শরীরের ক্ষতি করছে নাতো!

১০

স্টেডিয়ামে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারালো পুলিশবাহী বাস, আহত ২০

১১

পরিত্যক্ত বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

১২

অভিনেতা মন্টুর ছেলেসহ তিন সহযোগী কারাগারে

১৩

ব্যবহৃত মোবাইল ফোন নিবন্ধিত কি না, যেভাবে জানবেন

১৪

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার সহজ জয়

১৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ৭৯০

১৬

সম্পর্কের মূল চাবিকাঠিই ‘ব্যক্তিগত সম্মান’

১৭

‘পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকতে হবে’

১৮

বসুন্ধরা কিংস ম্যানেজারের বিরুদ্ধে কুয়েতে সাংবাদিকদের অসহযোগিতার অভিযোগ

১৯

ক্রিকেট মাঠ থেকে এবার মন্ত্রিসভায় ভারতের সাবেক অধিনায়ক

২০
X