চলমান কোটা আন্দোলনের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সব আবাসিক হল বন্ধের ঘোষণা প্রত্যাখ্যান করে প্রাধ্যক্ষদের সঙ্গে বৈঠক করছেন কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা থেকে বিভিন্ন হলের শিক্ষার্থীরা নিজ নিজ হলের প্রাধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসেন। এর আগে আন্দোলনের উত্তাল পরিস্থিতিতে গতকাল রাত ১১টায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় ও হল বন্ধের ঘোষণা দেওয়া হয়।
তবে হল ছাড়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত জানাননি শিক্ষার্থীরা।
মন্তব্য করুন