রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশনা দিলে বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা শুরু হবে।
বুধবার (৭ আগস্ট) সকালে উপাচার্য কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, দেশের একটা বিশেষ পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর রাষ্ট্রপতির নির্দেশে আবার সব কিছু খুলে দেওয়া হবে। এ ছাড়া হলগুলোর সংস্কার করতে আরও কিছুদিন সময় প্রয়োজন হতে পারে।
এদিকে দীর্ঘ ২০ দিন পর ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা এসে নিজ নিজ হলের কক্ষেই উঠছেন।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয় হল প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক ও নবাব আব্দুল লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক এএইচএম মাহবুবুর রহমান বলেন, যেহেতু সেনাবাহিনী বর্তমানে সাময়িক সময়ের জন্য দেশ পরিচালনা করছেন এবং তারা বলেছেন, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব প্রতিষ্ঠান খোলা থাকবে, সেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়েরও সবকিছু খোলা থাকবে।
তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভার মাধ্যমেই হল বন্ধ ঘোষণা করা হয়েছিল। তাই, আবারো সিন্ডিকেট সভার মাধ্যমেই আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি হল খোলার ঘোষণা দেওয়া হবে। এর আগে যদি শিক্ষার্থী হলে থাকতে চান, থাকতে পারবে। কিন্তু তাদের নিজ দায়িত্বে থাকতে হবে।