শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৪, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

‘মন্ত্রণালয় থেকে চিঠি পাইনি তাই স্কুল বন্ধ রেখেছি’

পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা
পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ছবি : কালবেলা

শরীয়তপুরের পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ রাখার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তার দাবি, স্কুল খোলার বিষয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি পায়নি তারা। আর বিদ্যালয়ে তালা ঝুলানো দেখে ফিরে গেছে কোমলমতি শিক্ষার্থীরা। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে গত ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারির পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার নির্দেশ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এরপর সোমবার (৫ আগস্ট) সরকারের পতন হলে ওইদিন রাতে এক বিজ্ঞপ্তিতে মঙ্গলবার থেকে স্কুল-কলেজ, মাদ্রসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা ঘোষণা দেয় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এ দিকে সারা দেশে প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠি পায়নি এমন দাবি জানিয়ে শরীয়তপুরের পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বন্ধ রেখেছেন প্রধান শিক্ষক ইমদাদ হোসেন।

বুধবার (৭ আগস্ট) সরেজমিনে বেলা ১১টার দিকে গিয়ে দেখা গেছে, প্রতিষ্ঠানটির ভবন ও গেটে তালা ঝুলানো রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় স্কুল মাঠে খেলাধুলা করছে শিশুরা।

নাম প্রকাশে অনিচ্ছুক অপর একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কালবেলাকে বলেন, যেখানে জেলার প্রতিটি উপজলা এবং শরীয়তপুর শহরের সব বিদ্যালয় খোলা, সেখানে মডেল বিদ্যালয়টি কীভাবে বন্ধ রাখে আমার বুঝে আসে না।

হাসান আল মামুন নামে এক অভিভাবক বলেন, ছেলেকে নিয়ে সকালে স্কুলে এসে দেখি গেটে তালা ঝুলছে। যেখানে জেলা শহরে সব সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান খোলা। সেখানে কোন যুক্তিতে মডেল স্কুলটি বন্ধ রেখেছে আমি জানি না। তবে বিষয়টি আমার কাছে মোটেই ভালো লাগেনি। তবে শিক্ষা অধিদপ্তরের প্রতি একটাই অনুরোধ, সবার ভয়ভীতি দূর করে তাদের আশ্বস্ত করে দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম স্বাভাবিক করা হোক।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইমদাদ হোসেন বলেন, আমাদের প্রতিষ্ঠান খোলার ব্যাপারে প্রজ্ঞাপন জারি করবে শিক্ষা মন্ত্রণালয়। তবে আমরা এখনো আমাদের মন্ত্রণালয় থেকে কোনো চিঠি পাইনি। তাই আমি আমার প্রতিষ্ঠান বন্ধ রেখেছি।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নূরুল হাসান কালবেলাকে বলেন, আইএসপিআর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কথা বলা হয়েছে। তবে এ অবস্থায় কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক নিরাপত্তা অনুভব না করে বা তার শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে সেটি তার বিষয়। তা ছাড়া মন্ত্রণালয় থেকে আমরা নোটিশ পাইনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পটকা ফুটানো নিয়ে রাতে সংঘর্ষে জড়াল দুই মহল্লার বাসিন্দারা

খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ যা জানা গেল

কনটেন্ট ক্রিয়েটর আল-আমিনের সর্বশেষ অবস্থা

বিজয়ের মাস উদযাপনে ঢাবি প্রশাসনের উদাসীনতার অভিযোগ জাতীয় ছাত্রশক্তির

গুজবে কান না দিয়ে খালেদা জিয়ার সুস্থতায় দোয়া করুন : ইশরাক

শেরপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মনি গ্রেপ্তার

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে কর্মসূচি

এখনো ‘ট্রাভেল পাস’ চাননি তারেক রহমান : পররাষ্ট্র উপদেষ্টা

রাবির তিন শিক্ষক বরখাস্ত, ছাত্রত্ব বাতিল দুই শিক্ষার্থীর

‘চশমা’ প্রতীকে নির্বাচন করবে আট দলের শরিক জাগপা

১০

মানুষের অধিকারের প্রশ্নে খালেদা জিয়া সব সময় আপসহীন : মাসুদুজ্জামান

১১

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির ওমরাহ পালন

১২

সেঞ্চুরিও বাঁচাতে পারল না ভারতকে, সমতায় সিরিজ

১৩

মাদকাসক্ত ছেলের আগুনে পুড়ল বসতঘর

১৪

খালেদা জিয়ার চিকিৎসায় হাসপাতালে চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

১৫

মাদ্রাসাছাত্রের রহস্যজনক মৃত্যু

১৬

শরীয়তপুরে খালেদা জিয়ার আরোগ্য কামনায় মিলাদ ও দোয়া

১৭

পে-স্কেল নিয়ে সরকারি কর্মচারীদের যে দাবি

১৮

সন্তানহারা মা কুকুরটিকে দেওয়া হলো দুটি নতুন ছানা

১৯

সালাউদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ করেনি বিসিবি, থাকছেন জাতীয় দলের সাথেই

২০
X